শনিবার ২০ সেপ্টেম্বর ২০১৪, ৫ আশ্বিন, ১৪২১ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বি.জে লাইভ আড্ডা-৮৯ তম পর্ব ☺☺আজকের বি.জে লাইভ আড্ডায়
আমাদের সাথে আছেন.................................
সপ্তর্ষি অরন্য

====================================
শুভ সকাল...
-----------------------
সুপ্রিয় প্রথম আলো ব্লগ বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি ভালো। যে যেখানে বসে আমাদের আজকের এই আড্ডায় যোগ দিয়েছেন তাদের সবার জন্য রইল শুভ কামনা।
প্রথম আলো ব্লগ এক অচেনা সুতোর বন্ধন। কেউ কাউকে হয়ত কখনও দেখিনি, কিন্তু ব্লগের সাদা পাতায় কাল অক্ষরে মনে হয় কত আপন। আগ্রহ সৃষ্টি হয় প্রিয় মানুষটি সম্পর্কে জানার। যা কোন মতেই হয়ে উঠেনা। প্রিয় ব্লগারকে জানতে এই বি.জে লাইভ আড্ডার আয়োজন।

আপনারা প্রশ্ন করে যাবেন আজকের অতিথি সেসব প্রশ্নের জবাব দেবেন। আপনাদের যা জানতে ইচ্ছা করে তাই প্রশ্ন করুন। আজকে আমাদের মাঝে বি.জে. অতিথি হিসেবে আছেন,
ব্লগার
সপ্তর্ষি অরন্য

তবে মানুষটা আমি একদম সাধারন।
মাঝে মাঝে ভীষন একা লাগে। মনের খুব বেশী সংগোপনেই ভালবেসে ফেলেছি দূরের নীল আকাশ,সাদা এবং ধূসর উড়ে চলা মেঘ,ডানা মেলে মনের সুখে আকাশে উড়া পাখি।ওদের দেখতে পারলে আর একা লাগেনা।
--------------------------------------
তাহলে সুপ্রিয় ব্লগার বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন। বিষয়ে কোন ধরা বাধা নেই। তবে ব্লগারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়-এমন প্রশ্ন না করলে ভালো হয়।

নিজে প্রশ্ন করুন; অন্যজনকে প্রশ্ন করতে উৎসাহিত করুন। আড্ডা জমিয়ে তুলুন।
ধন্যবাদ সবাইকে।
শুভ ব্লগিং।


পোস্টটিতে মোট

Website counter
জনের আগমন হয়েছে।
৩৮৫ টি মন্তব্য
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৫:৫৭
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৫:৫৮
Assalamu Alaikum.
Shuvo sokal.
(post ta khub kosto kore mobile a publish korlam.)
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ০৬:১৯
mr নীরব পথিক০৮ আগস্ট ২০১০, ০৬:২৬
সুজন ভাই, মোবাইল গরম হয় নাই!!!
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৬:৩৮
সাইদ ভাই, আমি পালায়ন পূর্বব পগার পার হইলাম। আপনার রাগ কমে আসলে আমাকে একটা মিসড কল দিয়েন আবার হাজিরা দিব।
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৬:৪১
খুব বাজে অবস্থা চলছে দুলাল ভাই। গতকাল সারাদিন রাত বিদ্যুৎ ছিল না। সকাল থেকে আসলে পিসি অন করতে না করতেই চলে যাচ্ছিল। এখন এলো। কয় মিনিট থাকবে কেউ জানে না।
murubbe মুরুব্বী০৮ আগস্ট ২০১০, ০৮:৩৫

dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৮:৫৯
আমি দুঃখিত আমারও দেরী হয়ে গেছে বিদ্যুৎ না থাকা এবং নেট কানেক্ক হতে দেরী হওয়ার কারনে।
watchdog ওয়াচডগ০৮ আগস্ট ২০১০, ০৬:০১
হট সীটে স্বাগতম আপনাকে।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০০
আপনাকেও শুভেচ্ছা।
mr নীরব পথিক০৮ আগস্ট ২০১০, ০৬:০২
শুরুতেই শুভ কামনা!
কেমন আছেন আপনি?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০১
ভাল আছি।আপনি কেমন আছেন?
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ০৬:২০
শুভ সকাল ও অভিনন্দন অরণ্য
ধন্যবাদ আয়োজক
শুভ সকাল বা সন্ধ্যা সবাইকে
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০২
আপনাকেও ধন্যবাদ।শুভ কামনা আর শ্রদ্ধা সব সময়
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৬:৪৪
শুভসকাল সুজন ভাই।
শুভসকাল অরণ্য।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০২
ধন্যবাদ কবি। আপনার জণ্য শুভ কামনা
mr নীরব পথিক০৮ আগস্ট ২০১০, ০৬:৪৫
# প্রকৃত নাম
# নামটা পছন্দের
# প্রিয় ব্যক্তিত্ব
# প্রিয় রং
# প্রিয় খাবার
# প্রিয় সখ
# প্রিয় বই
# প্রিয় কবি
# প্রিয় কবিতা
# প্রিয় সত্য
# অপ্রিয় সত্য
# ভালোবাসা মানে
# দুঃখ মানে
# বিবাহিত

উপরোক্ত প্রশ্ন গুলোর সাথে "কি" যুক্ত হবে! এবার উত্তর দিন!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:১১
# প্রকৃত নাম:- মনোয়ার নাভিদ
# নামটা পছন্দেরঃ-
# প্রিয় ব্যক্তিত্বঃ - নেলসন ম্যান্ডেলা
# প্রিয় রং - কাল
# প্রিয় খাবারঃ ভাত /মাছের ঝোল
# প্রিয় সখঃ -বই কেনা আর পড়া
# প্রিয় বইঃ নারীর কোন দেশ নেই & আমার অবিশ্বাস
# প্রিয় কবিঃ ডঃ হুমাউন আজাদ এবং ব্লগে এসে দুইজন নাম বলবো না
# প্রিয় কবিতাঃ সব কিছু নষ্টদের অধিকারে চলে যাবে। এবং ব্লগের কবি দের কিছু কবিতা ।
# প্রিয় সত্যঃ আমি ছিলামনা,আমি আছি,আমি থাকবোনা।
# অপ্রিয় সত্যঃ আমি কখনো তার হবোনা।
# ভালোবাসা মানেঃ -অযথা বাহানা
# দুঃখ মানেঃ নিজেকে নিজের মাঝে খুঁজে পাওয়া
# বিবাহিতঃ না
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ০৬:৫৩
১. আমাকে প্রশ্ন শুরু করতে দেখে আপনার প্রাথমিক অনুভূতি কী?
২. ব্লগের কথা কার কাছে জানলেন, কিভাবে আসলেন?
৩. প্রথম প্রথম পোস্ট দিয়ে কেমন অনুভূতি হতো?
৪. মন্তব্য কম পেলে কেমন লাগে?
৫. এ পর্যন্ত নিজের কোন পোস্টটি আপনার নিজের কাছে সবচেয়ে প্রিয়?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:১৬
১. আমাকে প্রশ্ন শুরু করতে দেখে আপনার প্রাথমিক অনুভূতি কী? --

ভাললাগা।

২. ব্লগের কথা কার কাছে জানলেন, কিভাবে আসলেন? ---

বন্ধু শ্রাবন রেজিঃ করেদিয়েছিল। আমি ব্লগের কথা ওর কাছে জেনেছিলাম।


৩. প্রথম প্রথম পোস্ট দিয়ে কেমন অনুভূতি হতো?

আমার কোন অনুভুতি হতোনা। কারণ সবার মাঝে আমি খুব নতুন।যা হয় হোক।

৪. মন্তব্য কম পেলে কেমন লাগে?-- মন্তব্য দেখিনা।দেখি কতজন এলেন। আর দেখি সৃজণশীল মানুষ গুলো এসেছিলেন কিনা পোষ্টটিতে চোখ রাখতে।


৫. এ পর্যন্ত নিজের কোন পোস্টটি আপনার নিজের কাছে সবচেয়ে প্রিয়? --

তারপর নেমে আসে আর একটি রাত। এটি একটি কবিতা।
nocturnal ‍িনশাচর০৮ আগস্ট ২০১০, ০৬:৫৪
Good Morning...........
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:১৭
আপনাকে শুভেচ্ছা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৬:৫৭
প্রশ্নের পালা শুরুঃ

১, বৃষ্টি আসার কথা ছিল আজ। আসেনি কেন?
২, রোদ-বৃষ্টি খেলায় কাকে আপনি সাপোর্ট করেন?
৩, কোন উত্তর দিতে সবচেয়ে বেশি কঠিন বলে মনে করেন?
৪, কোন প্রশ্নটা আশা করেন এখন?
৫, শোক আর শক্তি কোনটা বেশি প্রভাবিত করে আমাদের?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:২০
১, বৃষ্টি আসার কথা ছিল আজ। আসেনি কেন?----

আজ আকশের মন ভাল ছিল তাই

২, রোদ-বৃষ্টি খেলায় কাকে আপনি সাপোর্ট করেন?--

বৃষ্টি


৩, কোন উত্তর দিতে সবচেয়ে বেশি কঠিন বলে মনে করেন?--

যদি বলেন প্রিয় মানুষ টি কে ? (মনের মানুষ বাদে)


৪, কোন প্রশ্নটা আশা করেন এখন?--

আপনি যেটা করবেন


৫, শোক আর শক্তি কোনটা বেশি প্রভাবিত করে আমাদের? -

আমার মনে হয় শোকটাই বেশী করে।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৬:৫৮
বিষয়ঃ রাত

১, , রাত আর রাতের আকাশ কোনটা টানে খুব? আমার কাছে রাতের আকাশ।
২, আকাশের বুকে জ্বলজ্বলে চাদ আর ব্লগার বন্ধুদের টান কোনটা টানে খুব? আমার কাছে প্রথমটা।
৩, পূর্ণিমা রাতে শহরের সবগুলো স্ট্রিটলাইট নিভিয়ে দিলে কেমন হয়?
৪, পূর্ণিমার রাতে আপনাকে একাকি নৌকা চালাতে বললে কী করবেন?
৫, কোন এক ভয়ের রাতের কথা বলুন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:২৮
বিষয়ঃ রাত

১, , রাত আর রাতের আকাশ কোনটা টানে খুব? আমার কাছে রাতের আকাশ।--

আমার কাছে দুটোই।তবে রাতের আকাশটা বেশী।রাত না হলে কিন্তু রাতের আকশ অসম্ভব :

২, আকাশের বুকে জ্বলজ্বলে চাদ আর ব্লগার বন্ধুদের টান কোনটা টানে খুব? আমার কাছে প্রথমটা।--

আকাশের বুকে জ্বলজ্বলে চাদ


৩, পূর্ণিমা রাতে শহরের সবগুলো স্ট্রিটলাইট নিভিয়ে দিলে কেমন হয়?--

দারুণ!!!!


৪, পূর্ণিমার রাতে আপনাকে একাকি নৌকা চালাতে বললে কী করবেন?--

আমি খুশি মন চালাব।যে খুশির সীমা নেই

৫, কোন এক ভয়ের রাতের কথা বলুন?----

আমি ভয়হীন মানুষতবু বলছিঃ ছোট বেলা মায়ের সাথে ফুফু বাড়ি বেড়াতে গেছিলাম।মাকে বিকেলে বলেছিলাম মা বাড়ি চল।মা রাজি হন নি।তারপর আমি ঘুমিয়ে গেছি সন্ধ্যায়। রাত দুপুরে ঘুম ভাঙ্গলে আবর বলি বাড়ি চল।মা বলেন এখন অনেক রাত।আমি তখন একাই হাটা ধরলাম। মা পিছনে পিছনে ডাকেন। আমি হাটি। সামনে দেখি অনেক বড় কাল একটা মনুষ। একটু পরেই দেখি বিড়াল।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০১
১, নাই টেলিফোন নাইরে পিওন নাইরে টেলিগ্রাম- এই গানের সাথে বন্ধুত্বের কী সম্পর্ক?
২, বন্ধু হিসেবে আপনি কেমন?
৩, মানুষ কেন বন্ধুত্বে জড়ায়?
৪, বন্ধুত্বের প্রথম আর প্রাথমিক শর্ত কী?
৫, কেউ যদি এখনই এসে বলে এই তুমি কী আমার বন্ধু হবে তখন আপনি কী করবেন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৪০
১, নাই টেলিফোন নাইরে পিওন নাইরে টেলিগ্রাম- এই গানের সাথে বন্ধুত্বের কী সম্পর্ক?---

আসলে এটা সেই গান যার সাথে বিরহী প্রণয়ীর মনর ব্যথাটাকে তুলে ধরা হয়েছে আর কি।এর সাথে বন্ধুত্বের সম্পর্ক নেই। প্রকৃত বন্ধু হলে তাকে স্বপ্নে দেখ যায়।(এটা আমার মতামত)

২, বন্ধু হিসেবে আপনি কেমন?---

জানিনা।তবে বন্ধু হয়ে আমি বন্ধুদের জণ্য যা করেছি ,তার প্রতিদান পাইনি। এমন কি তাদের যে আমি মূল্য দেব তেমন কিছু তারা করেনি কখনো।তবু মনে রেখেছি।


৩, মানুষ কেন বন্ধুত্বে জড়ায়?---

আবেগে। আর মনের প্রয়োজনে


৪, বন্ধুত্বের প্রথম আর প্রাথমিক শর্ত কী?---

আমি মনে করি বিশ্বস্ততা


৫, কেউ যদি এখনই এসে বলে এই তুমি কী আমার বন্ধু হবে তখন আপনি কী করবেন? --

আমি আগে তার সম্পর্কে জানবো সব কিছু (যতটা সম্ভব)
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৫
বিষয়ঃ ব্যক্তি

১, ব্যক্তির সফলতার মূলমন্ত্র কী?
২, নিজেকে কখন সফল মানুষ মনে করবেন?
৩, মানুষ কখন সফল হয়?
৪, নিজের সম্পর্কে নিজে মূল্যায়ন করুন!
৫, এবার মূল্যায়ন করুন কবির য়াহমদকে!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৪৬
বিষয়ঃ ব্যক্তি

১, ব্যক্তির সফলতার মূলমন্ত্র কী?--- ভাগ্য (আমার দেখা অভিজ্ঞতায় বলছি)


২, নিজেকে কখন সফল মানুষ মনে করবেন?--

যখন কাছের/আপন মানুষ গুলোর সব ধরনের মৌলিক চাহিদা মিটাতে পারবো।৩, মানুষ কখন সফল হয়?----

যখন ভাগ্য দেবী এসে তার পায়ে পড়ে গড়াগড়ি খায়


৪, নিজের সম্পর্কে নিজে মূল্যায়ন করুন!--

আমি মনে করি আমি ব্যক্তিত্বের দিক দিয়ে প্রখর একজন মানুষ তবে সফল নই।


৫, এবার মূল্যায়ন করুন কবির য়াহমদকে! ----

তাঁর ব্যক্তিগত পারিবারিক জীবন সম্পর্কে আমি জানিনা। তবে আমি যা জানি সে ক্ষেত্রে তিন সফল।এবং তিনি একজন গভীর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৬
বিষয়ঃ সঙ্গীত

১, সাহিত্য আর সঙ্গীত মিল কোথায়?
২, সাহিত্য আর সঙ্গীত অমিল কোথায়?
৩, সঙ্গীত আসলে কী?
৪, সঙ্গীতে মানুষ আপ্লুত হয় কেন?
৫, সঙ্গীতবিহীন মানুষ এক অসাড় কলাগাছ- কবির য়াহমদের এ বক্তব্যের সাথে আপনার কোন পালটা বক্তব্য আছে কী?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৫৩
বিষয়ঃ সঙ্গীত

১, সাহিত্য আর সঙ্গীত মিল কোথায়?---- দুটোই আমাদের মনের মেঘ কাটিয়ে দিতে পারে।


২, সাহিত্য আর সঙ্গীত অমিল কোথায়?-- কখনো কখনো সঙ্গীত উপভোগের জণ্য মগজ না খাটালেও চলে।তবে সাহিত্যের ক্ষেত্রে চলেন সেটা


৩, সঙ্গীত আসলে কী? ---

আমাদের আত্মার সাথে শূণ্যের বন্ধন (আমার মতে)


৪, সঙ্গীতে মানুষ আপ্লুত হয় কেন?----

মানুষ তখনই আপ্লুত হয় যখন সঙ্গীতের সাথে তার ব্যাথাগুলো একই স্রোত ধারা হয়ে বয়।


৫, সঙ্গীতবিহীন মানুষ এক অসাড় কলাগাছ- কবির য়াহমদের এ বক্তব্যের সাথে আপনার কোন পালটা বক্তব্য আছে কী?---

না আমি একমত। কারণ আমি নিজেই একজন অসম্ভব সঙ্গীত প্রেমী মানুষ
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৭
বিষয়ঃ রাত

১, রাতের গভীরে কী থাকে?
২, রাতের বেলায় একা একা নির্জন পাহাড়ি পথ ধরে হাটতে বললে কী করবেন?
৩, রাত নিয়ে সুখের কোন স্মৃতি আছে?
৪, কখনো কী মনে হুয়েছে রাত কেন দীর্ঘ হয়?
৫, রাত নিয়ে দু'লাইনের একটা গান/ছড়া/কবিতা বলুন/লিখুন।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:০৭
দুঃখিত কবির ভাই। আপনার প্রশ্নের উত্তর গুলো নিচে চলে গেছে।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৮
বিষয়ঃ মন

১, মানুষের মন খারাপ হয় কেন?
২, মন খারাপ হলে কী করা উচিত?
৩, মন খারাপের জন্যে মানুষ নিজেরা কতটুকু দায়ি থাকে?
৪, মনকে নিয়ন্ত্রণের কী কোন তাবিজ-কবচ আছে?
৫, মন আসলে কী?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৪
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৮
বিষয়ঃ মন

১, মানুষের মন খারাপ হয় কেন?--- মনের সাথে যখনই বাস্তবতার মল ঘটেনা তখনই মন খারাপ হয়ে যায়। তবে আমার প্রায়ই অকারন মন খারাপ হয়।


২, মন খারাপ হলে কী করা উচিত?-- আসলে কি করা উচিত এটা ব্যক্তির ইচ্ছার উর নর্ভর করে। আমার খারাপ হলে কিছুতেই ঠিক হয়না। তবে এক সময় একা একাই ঠিক হয়।তবে অনেক সময় লেগে যায়। আর আমার মতে কোথাও একটু ঘুরে আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে ।


৩, মন খারাপের জন্যে মানুষ নিজেরা কতটুকু দায়ি থাকে?---কখনো ৬০% কখনো ০%


৪, মনকে নিয়ন্ত্রণের কী কোন তাবিজ-কবচ আছে?----- সম্ভবত নেই। কারণ মন তার নিজের মতই চলে।আমাকে ভাঙ্গে আমাকে গড়ে।

৫, মন আসলে কী? ---- মন হল আসলে ব্রেইন।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৪
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৮
বিষয়ঃ মন

১, মানুষের মন খারাপ হয় কেন?--- মনের সাথে যখনই বাস্তবতার মল ঘটেনা তখনই মন খারাপ হয়ে যায়। তবে আমার প্রায়ই অকারন মন খারাপ হয়।


২, মন খারাপ হলে কী করা উচিত?-- আসলে কি করা উচিত এটা ব্যক্তির ইচ্ছার উর নর্ভর করে। আমার খারাপ হলে কিছুতেই ঠিক হয়না। তবে এক সময় একা একাই ঠিক হয়।তবে অনেক সময় লেগে যায়। আর আমার মতে কোথাও একটু ঘুরে আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে ।


৩, মন খারাপের জন্যে মানুষ নিজেরা কতটুকু দায়ি থাকে?---কখনো ৬০% কখনো ০%


৪, মনকে নিয়ন্ত্রণের কী কোন তাবিজ-কবচ আছে?----- সম্ভবত নেই। কারণ মন তার নিজের মতই চলে।আমাকে ভাঙ্গে আমাকে গড়ে।

৫, মন আসলে কী? ---- মন হল আসলে ব্রেইন।
murubbe মুরুব্বী০৮ আগস্ট ২০১০, ০৮:৪১
শুভ সকাল প্রিয় অরণ্য।
আজকের বিজে হবার সম্মানে
অভিষিক্ত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।বী হ্যাপী।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২২
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৫


আপনাকেও শুভেচ্ছা আর শ্রদ্ধা
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৬
@ মুরুব্বী ভাইআপনাকে শ্রদ্ধা আর শুভেচ্ছা সহ ধন্যবাদ
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ০৮:৪৪
হট সিটে সপ্তর্ষি অরন্য!! গুড গুড.... জানার আছে অনেক কিছু

শুব সকাল ভাইয়া
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:২০
ও কে ধন্যবাদ। যদিও বলার মত কিছু নেই। তবু ,,,,
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:২৬
@আদনানঃ
সকাল বেলাই শুইতে চাও ডাক্তার !
সারা রাত ঘুমাও নাই !!
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:১৩
আফরোজা আপু: আমি শুরু করেছি সকাল ৯ টায়। আর তুমি আমার বিজে তে শুরু করেছিলা সকাল কয়টায়?? আল্লাহ মালুম! মনেহয় ভোর ৫ টায় !!!!!!
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ০৮:৪৯
ভাইয়া, শুরু করে দিলাম প্রশ্ন:

১। ছোটবেলা কোথায় কেটেছে।
২। ছোটবেলায় বাবা কি করতেন?
৩। ছোটবেলাটা কি খুব সুখে কেটেছে নাকি, আভাব অনটন ছিল?
৪। কোন স্কুলে পড়েছেন?
৫। কোন স্কুল বন্ধুদের এখনও মনে পড়ে?
৬। এস.এস.সি কোন স্কুল থেকে? কত সালে? রেজাল্ট কি?
৭। এইস.এস.সি কোন কলেজ থেকে? কত সালে? রেজাল্ট কি?
৮। এর পর কোথায় ভর্তি হলেন? পাস করলেন কত তে? কি রেজাল্ট?
৯। এর পর কোথায় কি করলেন?
১০। এখন কি করেন? কোথায় থাকেন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:২৩
১। ছোটবেলা কোথায় কেটেছে।-----গ্রামে


২। ছোটবেলায় বাবা কি করতেন?---ব্যবসা
৩। ছোটবেলাটা কি খুব সুখে কেটেছে নাকি, আভাব অনটন ছিল?-- সুখে /দুঃখ নয়। মোটামুটি।অভাব ছিলনা।


৪। কোন স্কুলে পড়েছেন?--গভঃডব্লিউ,এম,হাই স্কুল।

৫। কোন স্কুল বন্ধুদের এখনও মনে পড়ে?--পড়ে।তবে দুই একজন কে।

৬। এস.এস.সি কোন স্কুল থেকে? কত সালে? রেজাল্ট কি?--১৯৯৮ /স্টার মার্কস সহ প্রথম বিভাগ(৮০৩)

৭। এইস.এস.সি কোন কলেজ থেকে? কত সালে? রেজাল্ট কি?- বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয়, ২০০০ সাল প্রথম বিভাগ (৭৪৮)

৮। এর পর কোথায় ভর্তি হলেন? পাস করলেন কত তে? কি রেজাল্ট?- --- রাজশাহী বিশ্বঃ /২০০৫/ পদার্থ /প্রথম ক্লাস

৯। এর পর কোথায় কি করলেন?----- এইতো কিছুদিন পর শিক্ষকতায় এসেছি

১০। এখন কি করেন? কোথায় থাকেন? --এখন খুলনা। তবে বাগের হাট ও থাকা হয় হিউম্যান রাইট্স এর সাথে জড়িত আছি তাই
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ০৮:৫৭
আরো কিছু:

১। ছোট বেলায় কি হতে চেয়েছিলেন?
২। প্রেমে পড়েছেন কয় বার? (এই উত্তরে কোন ভনিতা মেনে নেওয়া হবে না)
৩। ভালবাসতে কেমন লাগে?
৪। আপনার পছন্দের কাজ কি?
৫। আপনার কাছে পৃথিবির মূল্য কতটুকু?
৬। আপনার কাছে "জীবন" কি?
৭। "কবিতা" আপনার জীবনে কতটুকু মূল্য রাখে?
৮। বিয়ে করে প্রেম নাকি প্রেম করে বিয়ে? কোনটা আপনার পছন্দ?
৯। নিজের কিছু ভাল গুন সম্পর্কে বলুন?
১০। দু-একটা খারাপ গুনও শেয়ার করুন....
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:১৪
১। ছোট বেলায় কি হতে চেয়েছিলেন?--- শিক্ষক।

২। প্রেমে পড়েছেন কয় বার? (এই উত্তরে কোন ভনিতা মেনে নেওয়া হবে না)---একবার আমি নিজে পড়েছি ।আর একবার প্রেম এসে আমার উপর পড়েছে।

৩। ভালবাসতে কেমন লাগে?--- জানিনা।তবে বাসি কিছুটা। আর আমি যতটা ভালবাসি তার থেকে অন্যের ভালবাসাকে শ্রদ্ধা করি বেশী

৪। আপনার পছন্দের কাজ কি?--বইপড়া


৫। আপনার কাছে পৃথিবির মূল্য কতটুকু?----১০০% তবে আমার মূল্য শূণ্য

৬। আপনার কাছে "জীবন" কি?---অসংখ্য ঘটনার সমষ্টি


৭। "কবিতা" আপনার জীবনে কতটুকু মূল্য রাখে?-- বেশ খানিকটা।কারণ কিছু কবিতা অন্ধ বিবেক গুলোর দরজা খুলে দিয়ে আলো আনে।


৮। বিয়ে করে প্রেম নাকি প্রেম করে বিয়ে? কোনটা আপনার পছন্দ?---প্রেমের বিয়েতে জানাশুনা থাকে।তাই এটা সাপোর্ট করি।


৯। নিজের কিছু ভাল গুন সম্পর্কে বলুন?---আমার কোন গুন নেই।তবে আমি একজণ দায়িত্ববান মানুষ।এবং মানুষকে খুব মূল্য দেই।যদিও অধিকাংশ ক্ষেত্রে দেখ যায় মনুষ সে মূল্য রাখতে ব্যর্থ হয়

১০। দু-একটা খারাপ গুনও শেয়ার করুন....----আমার খুব রাগ বেশী।খুব সহজে রেগে যাই।আর সহজে কাউকে ক্ষমা করিনা। এমন কিছি ক্ষেত্র আছে যেখানে আমি ক্ষমার দুয়ারে কপাট মেরে দেই চিরতরে
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:১৭
৯। নিজের কিছু ভাল গুন সম্পর্কে বলুন?---আমার কোন গুন নেই।তবে আমি একজণ দায়িত্ববান মানুষ।এবং মানুষকে খুব মূল্য দেই।যদিও অধিকাংশ ক্ষেত্রে দেখ যায় মনুষ সে মূল্য রাখতে ব্যর্থ হয়

-- আপনার কোন গুন নেই এই কথা ভাল লাগল না। কারন আমি মনে করি সকল মানুষ নানা গুনে গুনান্বিত

১০। দু-একটা খারাপ গুনও শেয়ার করুন....----আমার খুব রাগ বেশী।খুব সহজে রেগে যাই।আর সহজে কাউকে ক্ষমা করিনা। এমন কিছি ক্ষেত্র আছে যেখানে আমি ক্ষমার দুয়ারে কপাট মেরে দেই চিরতরে

--
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ০৮:৫৯
ভেবে চিন্তে ৪ টা সংগা দিন:

# বন্ধু:

# ভালবাসা:

# প্রেমঃ

# বিয়ে:
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৬
আমার সংগা কেমন লাগছে বলেন নাই।


দাদু বলবা না।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:০২
# বন্ধু: বিশ্বস্ততার মিলনই বন্ধুত্ব


# ভালবাসা:-- আসল যে জন তারে খুঁজে পাইনা। তাই মিথ্যা বাহানার আর এক নাম ভালবাসা# প্রেমঃ-- খুঁজে পাইনি আজো। তবে যা পেয়েছি তা ভাল কিছু নয়

# বিয়ে: -- ফ্রি ফ্রি একজণ কে অন্য জণের সেবা প্রদান।
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:২০
@নাহার আপা: আপনার গুলো মন্তব্য হয়েছে। সংগা হয়নি।
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:২২
# বন্ধু: বিশ্বস্ততার মিলনই বন্ধুত্ব

এই একটা ভাল লাগম (রাগ কইরেন না আবার)
lovelu1977 সাইক্লোন০৮ আগস্ট ২০১০, ০৯:০৭
অভিনন্দন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৮
ধন্যবাদ।শ্রদ্ধা সহ শুভ কামনা
aakashpatal আকাশ-পাতাল০৮ আগস্ট ২০১০, ০৯:১৮
@ কবিতা কেন লিখেন?
@ কবিতার প্রতি ভালবাসা কবে থেকে জন্মালো?
@ ব্লগের কোন কবিকে কি আলাদা মনে হয়? মনে হলে কেন? তারা কে কে হতে পারে?

ধন্যবাদ অগ্রিম উত্তর দেওয়ার জন্য।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৫
@ কবিতা কেন লিখেন?---সবাই ল্যাখে তাই আমিও লেহি


@ কবিতার প্রতি ভালবাসা কবে থেকে জন্মালো?---ব্লগে এসে

@ ব্লগের কোন কবিকে কি আলাদা মনে হয়? মনে হলে কেন? তারা কে কে হতে পারে?----সবার লেখার ধরনটাই আাদা।কারো লেখার সাথে আপনি অন্যের লেখার মিল খুজে পাবেননা


ধন্যবাদ অগ্রিম উত্তর দেওয়ার জন্য।

এইবার কন আইকনে দেখা যাচ্ছে আপনি আকাশ পাতাল থেকে পাতল আকশ হয়ে গেছেন ।এই রূপের রহস্য কি????
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৬
@ কবিতা কেন লিখেন?---সবাই ল্যাখে তাই আমিও লেহি


@ কবিতার প্রতি ভালবাসা কবে থেকে জন্মালো?---ব্লগে এসে

@ ব্লগের কোন কবিকে কি আলাদা মনে হয়? মনে হলে কেন? তারা কে কে হতে পারে?----সবার লেখার ধরনটাই আাদা।কারো লেখার সাথে আপনি অন্যের লেখার মিল খুজে পাবেননাএইবার কন আইকনে দেখা যাচ্ছে আপনি আকাশ পাতাল থেকে পাতল আকশ হয়ে গেছেন ।এই রূপের রহস্য কি????
aakashpatal আকাশ-পাতাল০৮ আগস্ট ২০১০, ০৯:১৯
আমাকে কবে বি,জে অতিথি করা হবে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫১
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ০৯:২১
শুভ সকাল,ব্লগে বেশ কয়েকজনের নাম নিয়ে বিপদে পড়তে হয় মাঝে মাঝে তার মাঝে আপনি অন্যতম , আপনি ভাই / বোন কোনটা ? যাক আপনাকে আজ পাওয়া গেল ভুল বুঝাবুঝির সমাধান হবে ।
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৩
কেমন আছেন? আপনার জবাব দিয়েছি। দেখেছেন?
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ০৯:৩২
আমি ভাল আছি আপা , আপনার জন্য শুভকামনা রেখে আসলাম দেরী হয়ে গেল সপ্তাহটা ব্যস্ততার মধ্যে দিয়ে শেষ হলো ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫০
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১০:৫৮
ব্লগে বেশ কয়েকজনের নাম নিয়ে বিপদে পড়তে হয় মাঝে মাঝে তার মাঝে আপনি অন্যতম , আপনি ভাই / বোন কোনটা ? আমার উত্তর কনে ? ? ?
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:২৭
"মনোয়ার নাভেদ" কি একটা মেয়ের নাম হতে পারে??
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২২
পাইছি বুইড়ারে। আইজ তোমারে ধুইয়া ফালামু।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৪
আমিও আছি আজ সারাদিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৭
তো শুরু করেন, বিসমিল্লাহ।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৮
আমি অনেক আগেই শুরু করেছি অরণ্য আসার আগেই
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৩০
আমি খুব স্লো। তাই জবাব দেরীতে নাও
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:৩৪
আমার মন মানেনা রে প্রাণ ভোলেনারে, বুইড়া তুমি দেরি কইরোনা।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৩৯
আপনার প্রশ্ন কই?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪৭
নাহার তোমার প্রশ্ন কই!
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ০৯:২৩
শুভ সকাল।

কবির সাথে আজ সব কথা হবে কবিতায়
প্রশ্ন হবে ছন্দে উত্তর দিবেন আনন্দে।

যোগ দিতে বলি বাংলার মিল্টন কবির ভাইকে
আজ ঘাম ঝড়াতে হবে বি.জে সপ্তর্ষি অরন্যকে।
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৪
কিন্তু সেযে আছে নিরব পথিকের দোয়ায়--নীরবে।

কথা--তাহার সনে কেমনে হবে?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৫
হা হা হা
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৬
শুভ সকাল। ভাল আছেন? কবি কবির?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৯
শুভ সকাল আপনাকেও।
কেমন আছেন?

বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪৬
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:৩২
না আমি কি তোতা পাখী? আপনে যা শিখাবেন আমি তাই কমু?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৩৩
তাহলে আপনার মতোই বলেন দেখি!!!!
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ০৯:৩৩
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:৩৫
আমি আছি, আগের মতই। আগে ছিলাম এখন যেমন আছি।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৩৮
আগে ছিলেন কেমন?
ভালো অথবা ভালো না অথবা মোটামোটি।

এর বাইরে কিছু বলতে পারবেন না।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৪৮
কই গেলেন?
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১১:৪৫
আগে একবার ভালো থাকতে শুরু করেছিলাম, শুরুতে ভাল লাগছিল, শেষে ভাল থাকতে আর ভাল লাগছিল না।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:০৪
বিষয়ঃ রাত

১, রাতের গভীরে কী থাকে?--- নিজেকে চিনে নেবার সঠিক কিছু নির্দেশনা থাকে।যা সবাই খুঁজে পায়না। তবে যরা পায় তারা জীবনে ভুল পথে আর যেতে পারে না।


২, রাতের বেলায় একা একা নির্জন পাহাড়ি পথ ধরে হাটতে বললে কী করবেন?--- আমি হাটবো।রাতকে দেখার এই অপূর্ব সুযোগ আমি হাতছাড়া করবোনা


৩, রাত নিয়ে সুখের কোন স্মৃতি আছে?-- আছে।আমি একা একা একদিন রাতকে খুব কাছে পেয়েছিলাম। খোলা মাঠে শুে পড়ে সারা রাত রাতকে দেখেছিলাম।সেদিন রাতে চাঁদ ছিলনা।অবশ্য আমার বোন পাশে বসে ছিলেন। আমাদের মঝে তার পারিবরক কিছু কথা হচ্ছিল তাই নিরজন স্থান বেছে নেওয়া। এক সময় দেখি আমার বোন ঘুমে অচেতন।


৪, কখনো কী মনে হুয়েছে রাত কেন দীর্ঘ হয়?-- আমার মনে হয় বিপদের রাত্রি গুলো বেশী দীর্ঘ হয়। আর এমনি কেন সময়ের কাটায় দীর্ঘ হয় েটাতো জানি


৫, রাত নিয়ে দু'লাইনের একটা গান/ছড়া/কবিতা বলুন/লিখুন। ---

মধ্য পৌষের কোন এক শিশির ঝরা গাঢ় কুয়াশার রাতে,
একটি শিশু এসেছিল মর্ত্যের বুকে,,,,,,,
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:০৬
এটা কবির ভাইয়ের প্রশ্নের উত্তর
shamanshattik শামান সাত্ত্বিক০৮ আগস্ট ২০১০, ১০:০৫
প্রেম করেছেন? কতবার? কয়জনের সাথে?

না করে থাকলে পস্তাচ্ছেন কি? এ সম্পর্কে ভবিষ্যত পরিকল্পনা কি?

প্রেমে ব্যর্থতা এসেছে কয়বার?

আচ্ছা বলুন তো, নারী-পুরুষের মাঝে প্রেম হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? জীবনে প্রেম বারে বারে আসে কেন?

প্রেম বিষয়ে উল্লেখযোগ্য প্রশ্নগুলি আপনাকে করে ফেললাম। এবার উত্তর শেষে একটু দম নিন।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:২৬
প্রেম করেছেন? কতবার? কয়জনের সাথে?------ হুম! দুইবার।/দুইজনের সাথেনা করে থাকলে পস্তাচ্ছেন কি? এ সম্পর্কে ভবিষ্যত পরিকল্পনা কি?----

প্রেমে ব্যর্থতা এসেছে কয়বার?----- আসেনি। আমিই সরে গেছি মতের মিল না হবার কারণে।


আচ্ছা বলুন তো, নারী-পুরুষের মাঝে প্রেম হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? জীবনে প্রেম বারে বারে আসে কেন?---- সত্যিকারে প্রেম হতে গেলে দরকার বিশ্বস্ততা,ভালবাসা,আর দু'জনের প্রতি দু'জনের শ্রদ্ধাবোধ। আর তা না হলে দরকার পুরুষের মোটা ব্যাংক একাউন্ট। আর প্রেম আসে সর্বাধিক ৫ বার।(এর থেকে বেশী হল তা প্রেম নয় পরকিয়া ) বারে বারে আসার কারণ এই।

প্রেম বিষয়ে উল্লেখযোগ্য প্রশ্নগুলি আপনাকে করে ফেললাম। এবার উত্তর শেষে একটু দম নিন। --
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১২:৪০
একবারে ধরেনা তাই প্রেম বারে বারে আসে।
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:৩৩
প্রেমে ব্যর্থতা এসেছে কয়বার?----- আসেনি। আমিই সরে গেছি মতের মিল না হবার কারণে।

-- এটা কি ব্যর্থতা নয় যে আপনাকে সরে আসতে হল?? ভুল মানুষের সাথে প্রেম করা ?? অনেক বড় ব্যর্থতা ভাইয়া

আচ্ছা বলুন তো, নারী-পুরুষের মাঝে প্রেম হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? জীবনে প্রেম বারে বারে আসে কেন?

- ভালবাসা, বিশ্বাস, বোঝাপোড়া, সম্মান
- বার বার আসে কারন যোগ্য মানুষকে খুজে পেতে সময় লাগে। মানুষ আস্তে আস্তে বুঝে তার ভুল গুলো কই। আস্তে আস্তে সে নিজেকে শুধরে নেয়। এজন্যই প্রথম প্রেম বেশীরভাগ ক্ষত্রে বিশাল ভুল হয়ে থাকে।
(পাকামি করে উত্তর দিলাম, সরি)
boipagol বই পাগল০৮ আগস্ট ২০১০, ১০:২০
আরে অরণ্য ভাই যে।
স্বাগতম। স্বাগতম।
বিজেতে স্বাগতম...
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১০:২১
প্রশ্ন কই
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:২৮


আপনারে শুভেচ্ছা। আর আমি হাসি।

কারন আমি টাইপে স্লো খুব
smc প্রতীপ০৮ আগস্ট ২০১০, ১০:২৩
Kokhon money hoy benche thakata anonder noy?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৩২
ধন্যবাদ মাহবুব ভাই। আপনার প্রশ্নটাই আমি খুঁজছিলাম।

আসলে এ ক্ষেত্রে জবাবটা ব্যক্তির উপর নির্ভর করে। তবে আমার মনে হয় জীবনের ব্যর্থতা আর অন্য মানুষের দুঃখ গুলো,কষ্ট গুলো যখন আপনাকে ছুঁয়ে যায় তখনই আপনার বেশী মনে হবে যে বেঁচে থকাটা একদম আনন্দের নয়। এটা অর্থহীন। (আমার মত)
smc প্রতীপ০৮ আগস্ট ২০১০, ১১:০৩
Kokhon money hoy benche thakata anonder?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৪৯
যখন অন্তত একটা অসহায় মানুষের অন্তত একটা উপকারে আসা যায় এবং প্রয়জনকে খুশি হতে দেখা যয় তখন
boipagol বই পাগল০৮ আগস্ট ২০১০, ১০:২৫
# দিনের কোন সময় বেশি ভাল লাগে? কেন?
# প্রিয় গল্প?
# প্রিয় উপন্যাস?
# প্রিয় কবিতার বই?
# প্রিয় লেখক?
# বৃষ্টির দিনের কোন মজার স্মৃতি শেয়ার করেন।
# প্রিয় জনকে নিয়ে কিছু অনুভূতি শেয়ার করলে অনেক ভাল লাগত।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪০
# দিনের কোন সময় বেশি ভাল লাগে? কেন?---- বিকেলটায়।


# প্রিয় গল্প?----- মুহাম্মদ হাসান মুন্নার বাসর রাতর গল্প আর নীরব পথিকের স্পর্শহন চিঠি (বড় নাম তাই মনে নেই)

)
# প্রিয় উপন্যাস?---হুমাউন আহমদের মাতাল হাওয়া

# প্রিয় কবিতার বই?---হুমাউন আজাদ শ্রেষ্ঠ কবিতা

# প্রিয় লেখক?--- ব্লগে মুহাম্মদ হাসান মুন্না, আর বাইরে সুমন্ত আসলাম


# বৃষ্টির দিনের কোন মজার স্মৃতি শেয়ার করেন।--- আমি বৃষ্টির দিনে বের হলেই আগে স্লিপ করে মাটতে গড়াগড়ি খেতাম।এটাই মজার। আর এখন তেমন বের হইনা।

# প্রিয় জনকে নিয়ে কিছু অনুভূতি শেয়ার করলে অনেক ভাল লাগত।---- আমার প্রিয়জণ আমার খুব ভয় পায়।তবে আমি তারে শ্রদ্ধা করি।শ্রদ্ধা করি তার অনুভুতিকে।
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ১১:৩৪
হা হা হা
হাসান মুন্নাকে তো খুশি করে দিলেন দেখি
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৪৩
হুম!
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১১:৪৩
ববাড়ি মাইরা তোমার মাতা ফাটামু। মুখে আমারে ভালা পাও আর এখন----------------
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:১৭
দেখছো নি সখি !
বুইড়ার মুখে এক, পেটে আরেক !!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১৮
যদি প্রশ্ন করিতো যে আপনার প্রিয় ব্লগার বা সঙ্গীত শিল্পি কে তবে কি উত্তর করতাম তখন দেখতে। কিনতু তাতো কেউ করেনি তাই রাগ করিও না
skrana ‍রানা০৮ আগস্ট ২০১০, ১০:৩৪
কেমন আছেন ?

কোন গান শুনতে আপনার ভাল লাগে ?
কোন সময়টা গান শোনেন ?
সুযোগ পেলে প্রিয়জনকে কোন গান বা কার গান শুনাতে আরাম্ভ করে দেন ?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪৪
এই তো আছি ।আপনি কেমন আছেন?

কোন গান শুনতে আপনার ভাল লাগে ?---- আমার পুরনো দিনের গান শুনতেই বেশী ভাললাগে।তবে কয়েক বছর হাবিব ওয়াহিদ শুনছি।

কোন সময়টা গান শোনেন ?---- বিকেলে। ।তবে ইদানিং গান শুনিনা


সুযোগ পেলে প্রিয়জনকে কোন গান বা কার গান শুনাতে আরাম্ভ করে দেন ?----সে যেটা শুনতে চায় সেটা। তবে সুযোগ হয়না তেমন
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১০:৫১
কেমন লাগছে বিজে হয়ে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৬
ভাললাগছে।তব টাইপে যে স্লো!!
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ১১:৩৩
অনেক কিছু জেনে নিলাম।
কেমন চলছে আড্ডা?
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১১:৩৪
আপনারা যেমন চালাচ্ছেন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৪২
এইতো।চলছে।
rajeen রাজিন০৮ আগস্ট ২০১০, ১১:৩৫
১। কেমন আছেন?
২। কেন ভাল/মোটামুটি/খারাপ আছেন?
৩। কোন কোন ব্লগে ব্লগিং করেন?
৪। জীবনের দুটি আক্ষেপের কথা বলুন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৪৯
১। কেমন আছেন?----মোটাটামুটি


২। কেন ভাল/মোটামুটি/খারাপ আছেন?-- আপনাদের সাথে আছি তাই

৩। কোন কোন ব্লগে ব্লগিং করেন?---এখানেই শুধু তবে আইডি আছে আরো তিনটায়


৪। জীবনের দুটি আক্ষেপের কথা বলুন? ---১) একজনের ভালবাসার মূল্য দিতে না পারা ২) মানুষ হয়ে মানুষের জণ্য এখনো কিছু না করত পারা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৪
১, ব্লগিংয়ে এসেছেন কেন?
২, ব্লগের ভালো-মন্দ দুই দিক?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৫২
১, ব্লগিংয়ে এসেছেন কেন?
২, ব্লগের ভালো-মন্দ দুই দিক?

১)প্রথমে এসেছিলাম নিছক সময় কাটাতে। তবে এখন দেখি মানুষ হিসেবে এখানে বসলে বিবেক বোধের দরজাও খুলে যায়

২) প্রশ্নটা ক্লিয়র নয় ।তবে হ্যা মুদ্রার এ পিট ওপিট তো থাকেই
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৪১
বলছিলাম, ব্লগের ভালো দিক আর খারাপ দিক!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৫৮
ব্লগের ভাল দিকঃএখানে একটা ভালবাসার বন্ধন খুজে পাই।কিছু লেখায় মানুষ নিজের বিবেককে শুধরে নিতে পারে।

আর খারাপ দিকঃ এখানে কিছু লোক আছে যারা কখনো নিজেদের মনের কাল বৃত্তটকে ভাঙ্গতে পারেনা।তার প্রমান দিয়ে যায় মন্তব্যের ঘরে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৫
১, ব্লগার আর ব্লগ কোনটাকে আপনি প্রাধান্য দেবেন?

২, মাঝরাতে রবীন্দ্র সংগীত কেমন লাগে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৫৫
১, ব্লগার আর ব্লগ কোনটাকে আপনি প্রাধান্য দেবেন?---অবশ্যই ব্লগার।কারণ সৃজনশীল সুস্থ মস্তিস্কের ব্লগার না থাকলে ব্লগ থাকে কেমনে!!!


২, মাঝরাতে রবীন্দ্র সংগীত কেমন লাগে? -- দারুণ! বললে কম বলা হয়ে যাবে। আরো বেশী কিছু তার থেকে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৬
১, পূণঃজন্মে আপনি নিজেকে কী হিসেবে দেখতে চাইছেন খুব?
২, যাত্রাপালা দেখেছেন কখনো? দেখে থাকলে কোন চরিত্রটা আপনার কাছে ভালো লাগার?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:০১
১, পূণঃজন্মে আপনি নিজেকে কী হিসেবে দেখতে চাইছেন খুব?----রাতের আকাশের একটি নক্ষত্র


২, যাত্রাপালা দেখেছেন কখনো? দেখে থাকলে কোন চরিত্রটা আপনার কাছে ভালো লাগার? ----একবার মাত্র। গ্রামে তখন আমি খুব ছোট।নাম বলত পারছিনা। তবে জমিদারের চরিত্রটা ভাল লাগছিল। সে খুব ভয়ংকর অত্যাচারী জমিদার। আর আমার হাতে তখন সব ছাওয়াল মাইয়া রা মার খাইত ।তাই কিনা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৭
১, শিক্ষাজীবনের পরীক্ষা ছাড়া কোন দিকটা আপনার কাছে বিরক্তির মনে হতো?
২, কেউ যদি আপনাকে এখনই বলে বসে আমি তোমাকে ভালোবাসি এর প্রত্যুত্তরে আপনার উত্তর কী হবে?
৩, শেষ জীবনে আপনি নিজেকে কোথায় দেখতে চান?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:০৫
১, শিক্ষাজীবনের পরীক্ষা ছাড়া কোন দিকটা আপনার কাছে বিরক্তির মনে হতো?---- কিছু শিক্ষকদের মেয়েদের সাথে অকারন ভঙ্গি করা। আর হচ্ছে বিকেল বেলা আড্ডা দিতে না পারার কষ্ট।কারণ পড়া করতে হবে


২, কেউ যদি আপনাকে এখনই বলে বসে আমি তোমাকে ভালোবাসি এর প্রত্যুত্তরে আপনার উত্তর কী হবে?---- বলবো আমার এখন এসব বাহানার সময় নেই।মন নেই তুমি মন থেকে আমার ভুত নামিয়ে ফেল


৩, শেষ জীবনে আপনি নিজেকে কোথায় দেখতে চান? -----আমি যেমন আছি তেমনই থাকতে চাই।আমার আকাংখা কম।
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১১:৫২
ভাই আপনার নামখানা দেখে আমি টাসকিত ! ! । বুঝতে বহুত কষ্ট হয়েছে
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৫৭
নামের অর্থ বুঝতে পারেননি সেটা আপনার ব্যর্থতা। আমর প্রোফাইলে গিয়ে দেখুন। আর নারী পুরুষ নিয়ে দন্ধ না করে মানষ হিসেবে দেখুন সব মানুষ কে
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১২:০৩
মানুষ কে মানুষ বলেই দেখতে চাই , আমি দন্ধ করা নিয়ে বলিনি আমি জানতে চেয়েছি এর চেয়ে বেশী কিছু না এইখানে আপনাকে ভাই না বলে যদি বলতাম মানুষ কেমন আছেন আপনি কেমন লাগত ? নিজের ব্যথতা শিকার করি ,আমার ভূল হওয়া স্বাভাবিক । কম সময়ের জন্য ব্লগে আসি সবার ব্লগে যাওয়া হয় না । আবার ব্লগে গেলেও প্রোফাইল দেখা হয় না । সমস্যা হতেই পারে । ভাল থাকবেন ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:০৯
ধন্যবাদ ।
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৪
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৫
আমি কি প্রশ্ন করমু।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১০
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৫
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১১
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৯
good
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১২
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:১৫
দাদু !

আইজকা যে তোমারে ভূতে ধরনের পালা, টেরই পাই নাইক্কা
আগে টের পাইলে কুশ্চেন কইরা কইরা তোমার ভূত ছুটাই ফালাইতাম

সক্কলে মিল্যা তো তোমারে কোপাইয়া কুশ্চেন কইরা হয়রান করি ফালাইছে।
এহন ইট্টু জিরাই লও। আও, তোমারে পাংখা দিয়া বাতাস কইরা দেই
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:২০
কবির ভাইকে ডরাই বলে প্রশ্ন মনে হয় কম করেছেন উনি
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:২১
আহ্ বাতাসে আমার প্রাণডা জুরাইয়া যাইবার নাগতাসে
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:২৮
আমার সখি কই ???????
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৩৩
সখি নাই সখি নাই
তুমি কই তুমি কই


গান ধরো সখি চলে আইবো
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৩৫
আমি সমস্যায় খুব। কারেন্ট মাঝে মাঝে আসে।
ল্যাপটপে চার্জ নাই। তাই [প্রশ্নও করতে পারছি না।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:২৮
আহা কী আনন্দ ! আইজকা আমগো দাদুর বিয়ে হওয়ার থুক্কু বিজে হওয়ার দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৩০
হায়! হায়! এ কিতা কয়
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:৩০
কি? কুনো কুশ্চেন করমু নি?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৩১
করো। নিষেধ নাই
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:৩২
কি খেয়েছেন??
ভাল বন্ধু কে?
ভাল সঙ্গি কে??
কি খেতে ভালবাসেন??
মাথা গরম থাকে কেন??
প্রধানমূন্ত্রী হলে কি করতেন??
কাকে খুব অপছন্দ করেন??

//////////////////
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৪০
একটু পর বলছি। আগে কবির ভাই এর জবাব দেই।কিছু মনে করবেননা প্লিজ
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৫৩
@ মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:৩২

কি খেয়েছেন??---ভর্তা ভাত

ভাল বন্ধু কে?---শ্রাবন শ্রাবন শ্রাবন

ভাল সঙ্গি কে??----শ্রাবন

কি খেতে ভালবাসেন??----ভাত আর ঝোল

মাথা গরম থাকে কেন??----মাথাগরমের কাজ হয় তাই

প্রধানমূন্ত্রী হলে কি করতেন??---- নিজেই অফিসে অফিসে ঢু মেরে দেখতাম তৃতীয় শ্রেনীর কর্মকর্তাদের পেট,পকেট,বাড়ি ঘর ,স্ত্রীদের এত ফুলে ওঠার রহস্য কি !!!


কাকে খুব অপছন্দ করেন??----যে পুরুষ (!)সব সময় তার পৌরষত্বের অহংকার দেখায় আর নরীদর হেয় করে এবং যে নারী তার রূপের অহংকারে কোমোর দুলিয়ে চলে!! :@)
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:৩৩
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৩৬
১, কখন মনে হয় আপনি ভালো আছেন?
২, কখন মনে হয় আপনি ভালো নেই?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৪৩
১, কখন মনে হয় আপনি ভালো আছেন?----যখন দেখি কাছের মানুষ/আপনজণরা সবাই ভাল আছেন(তবে এটা হয়না তেমন)

২, কখন মনে হয় আপনি ভালো নেই? ----যখন দেখি কাছের মানুষ/আপনজণরা ভাল নেই
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৩৭
১, যদি কখনো মনে হয় প্রকৃতি আপনার কোন অনুরোধ রাখবে তখন আপনি কী অনুরোধ করবেন তার কাছে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৪৫
১, যদি কখনো মনে হয় প্রকৃতি আপনার কোন অনুরোধ রাখবে তখন আপনি কী অনুরোধ করবেন তার কাছে? ------ আমি তখনো চাইবো প্রকৃতির কাছে সব মানষের ক্ষুধা নিবারনের ব্যবস্থা করে দিতে আর সব মানষের সমতা। কোন ভেদাভেদ থকবেনা মনুষে মানুষে
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:৩৭
সখি ই ই ই ই ই ই ই ই ই ই ই
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৫
পর্বত সে আজ ম্যায় টাকরা গায়া
তুমনে দি আওয়াজ লো ম্যায় আ গায়া--
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:৩৮
আসতাছি.....মিনিট চল্লিশেক পরে...
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৩:০২
আমিও
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৩:১৮
চল্লিশ মিনিট ওভার বেলা ভাই। আসে এ এ এ এ ন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৬
এস এস বুইড়ার ঘরে এস
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৪৭
m/m/m/
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৩:২৪
১। "কপাল আমার ভিঁইজা গেলো দুই নয়নের জলে...!" কখন,কিভাবে সম্ভব ? চোখের জল কি মহাকর্ষের তোয়াক্কা না কইরা কপাল বাইয়া উঠলো নি? তুমি তো ফিজিক্সের শিক্ষক, ব্যাখ্যা কইরা বুঝায়া দাও।

[মূল বাক্যঃ কপোল আমার ভিঁজে গেলো দুই নয়নের জলে]
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৩
আমি ক্লু দেই------
কপাল ভিজিয়া গেল নয়নের জলে
দুই ঠ্যাং বাঁধা আছে নয়নের জলে।-------
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৪
সরি,

কপাল ভিজিয়া গেল নয়নের জলে
দুই ঠ্যাং বাঁধা আছে তমালের ডালে।--------
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৩
১। "কপাল আমার ভিঁইজা গেলো দুই নয়নের জলে...!" কখন,কিভাবে সম্ভব ? চোখের জল কি মহাকর্ষের তোয়াক্কা না কইরা কপাল বাইয়া উঠলো নি? তুমি তো ফিজিক্সের শিক্ষক, ব্যাখ্যা কইরা বুঝায়া দাও।

হ্যাঁ সম্ভব। তয় ব্লগার আকশ পাতালের মত পাতাল আকাশ হয়ে যাইতে হইবো। তবেই সম্ভব। আর যদি চোখের জলে বন্যা হয়ে যায় তবে সম্ভব
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:০৫
জানিই তো........সখিরটা শুইনা শুইনা.......
ujjwalldhar1 উজ্জ্বল ধর০৮ আগস্ট ২০১০, ১৩:৩৫
নিশি রাইতে কাউয়া ডাকে-কবিতাটি কার লেখা?
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৮
সিধেল চোরের।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৪
নিশি রাইতে কাউয়া ডাকে-কবিতাটি কার লেখা?---

বিরহী প্রেমিকের
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৯
কাপড় কাচতে কেমন লাগে?
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৯
কাপড় নিজে ধোও না বুয়া আছে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৬
আমি ধুই নিজের গুলো। আর বালিশ কাথা আর বিছানার গুলো বুয়া
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৪১
কোন সাবানে কাপড় পরিস্কার হয় বেশি? মাসে কয়টা লাগে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৮
আমি হুইল পাউডার ব্যবহার করি। বুয়া একটা সাবান চায় মসে। হুইল
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:০১
এই কুশ্চেন করছো, দাদুরে তো দাদীজান দাদীজান লাগতাছে
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:১১
সখি, যার মনে যা। আমার মাথা থেইকা এগুলাই আসতেছে। বুয়ারে সাবান দিতে দিতে ফতুর।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:১৪
সমস্যা নাই সখি, তুমি অসাধ্য সাধন করেছো।
এই কুশ্চেন তুমি না জিগাইলে, আমি শিওর, কেউ এই কুশ্চেনের ধারে কাছে দিয়াও যাইতো না
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:৪৬
১। ছোটবেলা কোথায় কেটেছে।-----গ্রামেএই দেশে তো ভাই অনেক অনেক গ্রাম
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৫০
সেগুলোরই কোন একটায়।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৩:৫৮
ঠিক বিরুনি ভাই,
কতো গ্রাম.............১০গ্রাম.....২০গ্রাম......৫০গ্রাম.........১০০গ্রাম.........২০০গ্রাম.........৫০০গ্রাম
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৯
২০ গ্রাম
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:০২
কুড়িগ্রাম ???
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:০৩
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৩:৫৩
মন খুব খারাপ হলে কি করেন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:০০
চুপচাপ শুয়ে থাকি
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:৫৪
১। কি কি রাঁধতে পারেন?

২। ফুটপাতের খাবার খেতে কেমন লাগে? কোন ষ্পেশাল পছন্দ আছে কি?

৩। আপনার প্রিয় মানুষ কে? (সঠিক উত্তর চাই)

৪। মিথ্যা কেমন বলেন?

৫। কখন কাওকে বন্ধু ভাবা শুরু করেন?

৬। কখন একজন মানুষকে অপছন্দ করেন?

৭। ভালবাসা ব্যাতীত জীবন বৃথা; এটা আমি বিশ্বাস করি, আপনি করেন কি?

৮। মানুষকে কষ্ট দিতে কেমন লাগে?

৯। আপনার পশু-পাখির প্রতি মায়া মমতা কেমন?

১০। ছাত্র কথা না শুনলে বা পড়া না পড়ে আসলে কি করেন?

১১। ছাত্ররা আপনার পড়ানো বুঝতেছে না, অথবা আপনি বুঝছেন তারা ক্লাসে মনোযোগি না। কি করেন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:১৩
বি.জে লাইভ আড্ডা-৮৯ তম পর্ব ☺☺


আজকের বি.জে লাইভ আড্ডায়
আমাদের সাথে আছেন.................................
সপ্তর্ষি অরন্য

====================================
শুভ সকাল...
-----------------------
সুপ্রিয় প্রথম আলো ব্লগ বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি ভালো। যে যেখানে বসে আমাদের আজকের এই আড্ডায় যোগ দিয়েছেন তাদের সবার জন্য রইল শুভ কামনা।
প্রথম আলো ব্লগ এক অচেনা সুতোর বন্ধন। কেউ কাউকে হয়ত কখনও দেখিনি, কিন্তু ব্লগের সাদা পাতায় কাল অক্ষরে মনে হয় কত আপন। আগ্রহ সৃষ্টি হয় প্রিয় মানুষটি সম্পর্কে জানার। যা কোন মতেই হয়ে উঠেনা। প্রিয় ব্লগারকে জানতে এই বি.জে লাইভ আড্ডার আয়োজন।

আপনারা প্রশ্ন করে যাবেন আজকের অতিথি সেসব প্রশ্নের জবাব দেবেন। আপনাদের যা জানতে ইচ্ছা করে তাই প্রশ্ন করুন। আজকে আমাদের মাঝে বি.জে. অতিথি হিসেবে আছেন,
ব্লগার
সপ্তর্ষি অরন্য

তবে মানুষটা আমি একদম সাধারন।
মাঝে মাঝে ভীষন একা লাগে। মনের খুব বেশী সংগোপনেই ভালবেসে ফেলেছি দূরের নীল আকাশ,সাদা এবং ধূসর উড়ে চলা মেঘ,ডানা মেলে মনের সুখে আকাশে উড়া পাখি।ওদের দেখতে পারলে আর একা লাগেনা।
--------------------------------------
তাহলে সুপ্রিয় ব্লগার বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন। বিষয়ে কোন ধরা বাধা নেই। তবে ব্লগারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়-এমন প্রশ্ন না করলে ভালো হয়।

নিজে প্রশ্ন করুন; অন্যজনকে প্রশ্ন করতে উৎসাহিত করুন। আড্ডা জমিয়ে তুলুন।
ধন্যবাদ সবাইকে।
শুভ ব্লগিং।


পোস্টটিতে মোট

Website counter
জনের আগমন হয়েছে।

* sujanpranto12 লেখক সুজন
* সুজন -এর ব্লগ
* ১৮৩ টি মন্তব্য
* ০৮ আগস্ট ২০১০, ০৫:৫৫
* ব্লগালোচনা
* গড় রেটিং: ৮
* রেট করুন
মূল্যায়ন

* প্রিয়তে নিন
* প্রিয় হতে মুছুন
* প্রিন্ট করুন
* Facebook Twitter Digg Delicious LinkedIn MySpace Stumbleupon Technorati

১৮৩ টি মন্তব্য
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৫:৫৭

উত্তর দিন
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৫:৫৮
Assalamu Alaikum.
Shuvo sokal.
(post ta khub kosto kore mobile a publish korlam.)
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ০৬:১৯
mr নীরব পথিক০৮ আগস্ট ২০১০, ০৬:২৬
সুজন ভাই, মোবাইল গরম হয় নাই!!!
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৬:৩৮
সাইদ ভাই, আমি পালায়ন পূর্বব পগার পার হইলাম। আপনার রাগ কমে আসলে আমাকে একটা মিসড কল দিয়েন আবার হাজিরা দিব।
sujanpranto12 সুজন০৮ আগস্ট ২০১০, ০৬:৪১
খুব বাজে অবস্থা চলছে দুলাল ভাই। গতকাল সারাদিন রাত বিদ্যুৎ ছিল না। সকাল থেকে আসলে পিসি অন করতে না করতেই চলে যাচ্ছিল। এখন এলো। কয় মিনিট থাকবে কেউ জানে না।
murubbe মুরুব্বী০৮ আগস্ট ২০১০, ০৮:৩৫

dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৮:৫৯
আমি দুঃখিত আমারও দেরী হয়ে গেছে বিদ্যুৎ না থাকা এবং নেট কানেক্ক হতে দেরী হওয়ার কারনে।
watchdog ওয়াচডগ০৮ আগস্ট ২০১০, ০৬:০১
হট সীটে স্বাগতম আপনাকে।

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০০
আপনাকেও শুভেচ্ছা।
mr নীরব পথিক০৮ আগস্ট ২০১০, ০৬:০২
শুরুতেই শুভ কামনা!
কেমন আছেন আপনি?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০১
ভাল আছি।আপনি কেমন আছেন?
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ০৬:২০
শুভ সকাল ও অভিনন্দন অরণ্য
ধন্যবাদ আয়োজক
শুভ সকাল বা সন্ধ্যা সবাইকে

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০২
আপনাকেও ধন্যবাদ।শুভ কামনা আর শ্রদ্ধা সব সময়
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৬:৪৪
শুভসকাল সুজন ভাই।
শুভসকাল অরণ্য।

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:০২
ধন্যবাদ কবি। আপনার জণ্য শুভ কামনা
mr নীরব পথিক০৮ আগস্ট ২০১০, ০৬:৪৫
# প্রকৃত নাম
# নামটা পছন্দের
# প্রিয় ব্যক্তিত্ব
# প্রিয় রং
# প্রিয় খাবার
# প্রিয় সখ
# প্রিয় বই
# প্রিয় কবি
# প্রিয় কবিতা
# প্রিয় সত্য
# অপ্রিয় সত্য
# ভালোবাসা মানে
# দুঃখ মানে
# বিবাহিত

উপরোক্ত প্রশ্ন গুলোর সাথে "কি" যুক্ত হবে! এবার উত্তর দিন!

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:১১
# প্রকৃত নাম:- মনোয়ার নাভিদ
# নামটা পছন্দেরঃ-
# প্রিয় ব্যক্তিত্বঃ - নেলসন ম্যান্ডেলা
# প্রিয় রং - কাল
# প্রিয় খাবারঃ ভাত /মাছের ঝোল
# প্রিয় সখঃ -বই কেনা আর পড়া
# প্রিয় বইঃ নারীর কোন দেশ নেই & আমার অবিশ্বাস
# প্রিয় কবিঃ ডঃ হুমাউন আজাদ এবং ব্লগে এসে দুইজন নাম বলবো না
# প্রিয় কবিতাঃ সব কিছু নষ্টদের অধিকারে চলে যাবে। এবং ব্লগের কবি দের কিছু কবিতা ।
# প্রিয় সত্যঃ আমি ছিলামনা,আমি আছি,আমি থাকবোনা।
# অপ্রিয় সত্যঃ আমি কখনো তার হবোনা।
# ভালোবাসা মানেঃ -অযথা বাহানা
# দুঃখ মানেঃ নিজেকে নিজের মাঝে খুঁজে পাওয়া
# বিবাহিতঃ না
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ০৬:৫৩
১. আমাকে প্রশ্ন শুরু করতে দেখে আপনার প্রাথমিক অনুভূতি কী?
২. ব্লগের কথা কার কাছে জানলেন, কিভাবে আসলেন?
৩. প্রথম প্রথম পোস্ট দিয়ে কেমন অনুভূতি হতো?
৪. মন্তব্য কম পেলে কেমন লাগে?
৫. এ পর্যন্ত নিজের কোন পোস্টটি আপনার নিজের কাছে সবচেয়ে প্রিয়?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:১৬
১. আমাকে প্রশ্ন শুরু করতে দেখে আপনার প্রাথমিক অনুভূতি কী? --

ভাললাগা।

২. ব্লগের কথা কার কাছে জানলেন, কিভাবে আসলেন? ---

বন্ধু শ্রাবন রেজিঃ করেদিয়েছিল। আমি ব্লগের কথা ওর কাছে জেনেছিলাম।


৩. প্রথম প্রথম পোস্ট দিয়ে কেমন অনুভূতি হতো?

আমার কোন অনুভুতি হতোনা। কারণ সবার মাঝে আমি খুব নতুন।যা হয় হোক।

৪. মন্তব্য কম পেলে কেমন লাগে?-- মন্তব্য দেখিনা।দেখি কতজন এলেন। আর দেখি সৃজণশীল মানুষ গুলো এসেছিলেন কিনা পোষ্টটিতে চোখ রাখতে।


৫. এ পর্যন্ত নিজের কোন পোস্টটি আপনার নিজের কাছে সবচেয়ে প্রিয়? --

তারপর নেমে আসে আর একটি রাত। এটি একটি কবিতা।
nocturnal ‍িনশাচর০৮ আগস্ট ২০১০, ০৬:৫৪
Good Morning...........

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:১৭
আপনাকে শুভেচ্ছা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৬:৫৭
প্রশ্নের পালা শুরুঃ

১, বৃষ্টি আসার কথা ছিল আজ। আসেনি কেন?
২, রোদ-বৃষ্টি খেলায় কাকে আপনি সাপোর্ট করেন?
৩, কোন উত্তর দিতে সবচেয়ে বেশি কঠিন বলে মনে করেন?
৪, কোন প্রশ্নটা আশা করেন এখন?
৫, শোক আর শক্তি কোনটা বেশি প্রভাবিত করে আমাদের?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:২০
১, বৃষ্টি আসার কথা ছিল আজ। আসেনি কেন?----

আজ আকশের মন ভাল ছিল তাই

২, রোদ-বৃষ্টি খেলায় কাকে আপনি সাপোর্ট করেন?--

বৃষ্টি


৩, কোন উত্তর দিতে সবচেয়ে বেশি কঠিন বলে মনে করেন?--

যদি বলেন প্রিয় মানুষ টি কে ? (মনের মানুষ বাদে)

৪, কোন প্রশ্নটা আশা করেন এখন?--

আপনি যেটা করবেন

৫, শোক আর শক্তি কোনটা বেশি প্রভাবিত করে আমাদের? -

আমার মনে হয় শোকটাই বেশী করে।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৬:৫৮
বিষয়ঃ রাত

১, , রাত আর রাতের আকাশ কোনটা টানে খুব? আমার কাছে রাতের আকাশ।
২, আকাশের বুকে জ্বলজ্বলে চাদ আর ব্লগার বন্ধুদের টান কোনটা টানে খুব? আমার কাছে প্রথমটা।
৩, পূর্ণিমা রাতে শহরের সবগুলো স্ট্রিটলাইট নিভিয়ে দিলে কেমন হয়?
৪, পূর্ণিমার রাতে আপনাকে একাকি নৌকা চালাতে বললে কী করবেন?
৫, কোন এক ভয়ের রাতের কথা বলুন?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:২৮
বিষয়ঃ রাত

১, , রাত আর রাতের আকাশ কোনটা টানে খুব? আমার কাছে রাতের আকাশ।--

আমার কাছে দুটোই।তবে রাতের আকাশটা বেশী।রাত না হলে কিন্তু রাতের আকশ অসম্ভব :

২, আকাশের বুকে জ্বলজ্বলে চাদ আর ব্লগার বন্ধুদের টান কোনটা টানে খুব? আমার কাছে প্রথমটা।--

আকাশের বুকে জ্বলজ্বলে চাদ

৩, পূর্ণিমা রাতে শহরের সবগুলো স্ট্রিটলাইট নিভিয়ে দিলে কেমন হয়?--

দারুণ!!!!


৪, পূর্ণিমার রাতে আপনাকে একাকি নৌকা চালাতে বললে কী করবেন?--

আমি খুশি মন চালাব।যে খুশির সীমা নেই

৫, কোন এক ভয়ের রাতের কথা বলুন?----

আমি ভয়হীন মানুষতবু বলছিঃ ছোট বেলা মায়ের সাথে ফুফু বাড়ি বেড়াতে গেছিলাম।মাকে বিকেলে বলেছিলাম মা বাড়ি চল।মা রাজি হন নি।তারপর আমি ঘুমিয়ে গেছি সন্ধ্যায়। রাত দুপুরে ঘুম ভাঙ্গলে আবর বলি বাড়ি চল।মা বলেন এখন অনেক রাত।আমি তখন একাই হাটা ধরলাম। মা পিছনে পিছনে ডাকেন। আমি হাটি। সামনে দেখি অনেক বড় কাল একটা মনুষ। একটু পরেই দেখি বিড়াল।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০১
১, নাই টেলিফোন নাইরে পিওন নাইরে টেলিগ্রাম- এই গানের সাথে বন্ধুত্বের কী সম্পর্ক?
২, বন্ধু হিসেবে আপনি কেমন?
৩, মানুষ কেন বন্ধুত্বে জড়ায়?
৪, বন্ধুত্বের প্রথম আর প্রাথমিক শর্ত কী?
৫, কেউ যদি এখনই এসে বলে এই তুমি কী আমার বন্ধু হবে তখন আপনি কী করবেন?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৪০
১, নাই টেলিফোন নাইরে পিওন নাইরে টেলিগ্রাম- এই গানের সাথে বন্ধুত্বের কী সম্পর্ক?---

আসলে এটা সেই গান যার সাথে বিরহী প্রণয়ীর মনর ব্যথাটাকে তুলে ধরা হয়েছে আর কি।এর সাথে বন্ধুত্বের সম্পর্ক নেই। প্রকৃত বন্ধু হলে তাকে স্বপ্নে দেখ যায়।(এটা আমার মতামত)

২, বন্ধু হিসেবে আপনি কেমন?---

জানিনা।তবে বন্ধু হয়ে আমি বন্ধুদের জণ্য যা করেছি ,তার প্রতিদান পাইনি। এমন কি তাদের যে আমি মূল্য দেব তেমন কিছু তারা করেনি কখনো।তবু মনে রেখেছি।


৩, মানুষ কেন বন্ধুত্বে জড়ায়?---

আবেগে। আর মনের প্রয়োজনে


৪, বন্ধুত্বের প্রথম আর প্রাথমিক শর্ত কী?---

আমি মনে করি বিশ্বস্ততা


৫, কেউ যদি এখনই এসে বলে এই তুমি কী আমার বন্ধু হবে তখন আপনি কী করবেন? --

আমি আগে তার সম্পর্কে জানবো সব কিছু (যতটা সম্ভব)
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৫
বিষয়ঃ ব্যক্তি

১, ব্যক্তির সফলতার মূলমন্ত্র কী?
২, নিজেকে কখন সফল মানুষ মনে করবেন?
৩, মানুষ কখন সফল হয়?
৪, নিজের সম্পর্কে নিজে মূল্যায়ন করুন!
৫, এবার মূল্যায়ন করুন কবির য়াহমদকে!

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৪৬
বিষয়ঃ ব্যক্তি

১, ব্যক্তির সফলতার মূলমন্ত্র কী?--- ভাগ্য (আমার দেখা অভিজ্ঞতায় বলছি)


২, নিজেকে কখন সফল মানুষ মনে করবেন?--

যখন কাছের/আপন মানুষ গুলোর সব ধরনের মৌলিক চাহিদা মিটাতে পারবো।


৩, মানুষ কখন সফল হয়?----

যখন ভাগ্য দেবী এসে তার পায়ে পড়ে গড়াগড়ি খায়

৪, নিজের সম্পর্কে নিজে মূল্যায়ন করুন!--

আমি মনে করি আমি ব্যক্তিত্বের দিক দিয়ে প্রখর একজন মানুষ তবে সফল নই।


৫, এবার মূল্যায়ন করুন কবির য়াহমদকে! ----

তাঁর ব্যক্তিগত পারিবারিক জীবন সম্পর্কে আমি জানিনা। তবে আমি যা জানি সে ক্ষেত্রে তিন সফল।এবং তিনি একজন গভীর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৬
বিষয়ঃ সঙ্গীত

১, সাহিত্য আর সঙ্গীত মিল কোথায়?
২, সাহিত্য আর সঙ্গীত অমিল কোথায়?
৩, সঙ্গীত আসলে কী?
৪, সঙ্গীতে মানুষ আপ্লুত হয় কেন?
৫, সঙ্গীতবিহীন মানুষ এক অসাড় কলাগাছ- কবির য়াহমদের এ বক্তব্যের সাথে আপনার কোন পালটা বক্তব্য আছে কী?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৫৩
বিষয়ঃ সঙ্গীত

১, সাহিত্য আর সঙ্গীত মিল কোথায়?---- দুটোই আমাদের মনের মেঘ কাটিয়ে দিতে পারে।


২, সাহিত্য আর সঙ্গীত অমিল কোথায়?-- কখনো কখনো সঙ্গীত উপভোগের জণ্য মগজ না খাটালেও চলে।তবে সাহিত্যের ক্ষেত্রে চলেন সেটা


৩, সঙ্গীত আসলে কী? ---

আমাদের আত্মার সাথে শূণ্যের বন্ধন (আমার মতে)


৪, সঙ্গীতে মানুষ আপ্লুত হয় কেন?----

মানুষ তখনই আপ্লুত হয় যখন সঙ্গীতের সাথে তার ব্যাথাগুলো একই স্রোত ধারা হয়ে বয়।


৫, সঙ্গীতবিহীন মানুষ এক অসাড় কলাগাছ- কবির য়াহমদের এ বক্তব্যের সাথে আপনার কোন পালটা বক্তব্য আছে কী?---

না আমি একমত। কারণ আমি নিজেই একজন অসম্ভব সঙ্গীত প্রেমী মানুষ
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৭
বিষয়ঃ রাত

১, রাতের গভীরে কী থাকে?
২, রাতের বেলায় একা একা নির্জন পাহাড়ি পথ ধরে হাটতে বললে কী করবেন?
৩, রাত নিয়ে সুখের কোন স্মৃতি আছে?
৪, কখনো কী মনে হুয়েছে রাত কেন দীর্ঘ হয়?
৫, রাত নিয়ে দু'লাইনের একটা গান/ছড়া/কবিতা বলুন/লিখুন।

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:০৭
দুঃখিত কবির ভাই। আপনার প্রশ্নের উত্তর গুলো নিচে চলে গেছে।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৮
বিষয়ঃ মন

১, মানুষের মন খারাপ হয় কেন?
২, মন খারাপ হলে কী করা উচিত?
৩, মন খারাপের জন্যে মানুষ নিজেরা কতটুকু দায়ি থাকে?
৪, মনকে নিয়ন্ত্রণের কী কোন তাবিজ-কবচ আছে?
৫, মন আসলে কী?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৪
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৮
বিষয়ঃ মন

১, মানুষের মন খারাপ হয় কেন?--- মনের সাথে যখনই বাস্তবতার মল ঘটেনা তখনই মন খারাপ হয়ে যায়। তবে আমার প্রায়ই অকারন মন খারাপ হয়।


২, মন খারাপ হলে কী করা উচিত?-- আসলে কি করা উচিত এটা ব্যক্তির ইচ্ছার উর নর্ভর করে। আমার খারাপ হলে কিছুতেই ঠিক হয়না। তবে এক সময় একা একাই ঠিক হয়।তবে অনেক সময় লেগে যায়। আর আমার মতে কোথাও একটু ঘুরে আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে ।


৩, মন খারাপের জন্যে মানুষ নিজেরা কতটুকু দায়ি থাকে?---কখনো ৬০% কখনো ০%


৪, মনকে নিয়ন্ত্রণের কী কোন তাবিজ-কবচ আছে?----- সম্ভবত নেই। কারণ মন তার নিজের মতই চলে।আমাকে ভাঙ্গে আমাকে গড়ে।

৫, মন আসলে কী? ---- মন হল আসলে ব্রেইন।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৪
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৭:০৮
বিষয়ঃ মন

১, মানুষের মন খারাপ হয় কেন?--- মনের সাথে যখনই বাস্তবতার মল ঘটেনা তখনই মন খারাপ হয়ে যায়। তবে আমার প্রায়ই অকারন মন খারাপ হয়।


২, মন খারাপ হলে কী করা উচিত?-- আসলে কি করা উচিত এটা ব্যক্তির ইচ্ছার উর নর্ভর করে। আমার খারাপ হলে কিছুতেই ঠিক হয়না। তবে এক সময় একা একাই ঠিক হয়।তবে অনেক সময় লেগে যায়। আর আমার মতে কোথাও একটু ঘুরে আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে ।


৩, মন খারাপের জন্যে মানুষ নিজেরা কতটুকু দায়ি থাকে?---কখনো ৬০% কখনো ০%


৪, মনকে নিয়ন্ত্রণের কী কোন তাবিজ-কবচ আছে?----- সম্ভবত নেই। কারণ মন তার নিজের মতই চলে।আমাকে ভাঙ্গে আমাকে গড়ে।

৫, মন আসলে কী? ---- মন হল আসলে ব্রেইন।
murubbe মুরুব্বী০৮ আগস্ট ২০১০, ০৮:৪১
শুভ সকাল প্রিয় অরণ্য।
আজকের বিজে হবার সম্মানে
অভিষিক্ত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।বী হ্যাপী।

উত্তর দিন
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২২
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৫


আপনাকেও শুভেচ্ছা আর শ্রদ্ধা
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:১৬
@ মুরুব্বী ভাইআপনাকে শ্রদ্ধা আর শুভেচ্ছা সহ ধন্যবাদ
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ০৮:৪৪
হট সিটে সপ্তর্ষি অরন্য!! গুড গুড.... জানার আছে অনেক কিছু

শুব সকাল ভাইয়া

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:২০
ও কে ধন্যবাদ। যদিও বলার মত কিছু নেই। তবু ,,,,
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:২৬
@আদনানঃ
সকাল বেলাই শুইতে চাও ডাক্তার !
সারা রাত ঘুমাও নাই !!
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:১৩
আফরোজা আপু: আমি শুরু করেছি সকাল ৯ টায়। আর তুমি আমার বিজে তে শুরু করেছিলা সকাল কয়টায়?? আল্লাহ মালুম! মনেহয় ভোর ৫ টায় !!!!!!
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ০৮:৪৯
ভাইয়া, শুরু করে দিলাম প্রশ্ন:

১। ছোটবেলা কোথায় কেটেছে।
২। ছোটবেলায় বাবা কি করতেন?
৩। ছোটবেলাটা কি খুব সুখে কেটেছে নাকি, আভাব অনটন ছিল?
৪। কোন স্কুলে পড়েছেন?
৫। কোন স্কুল বন্ধুদের এখনও মনে পড়ে?
৬। এস.এস.সি কোন স্কুল থেকে? কত সালে? রেজাল্ট কি?
৭। এইস.এস.সি কোন কলেজ থেকে? কত সালে? রেজাল্ট কি?
৮। এর পর কোথায় ভর্তি হলেন? পাস করলেন কত তে? কি রেজাল্ট?
৯। এর পর কোথায় কি করলেন?
১০। এখন কি করেন? কোথায় থাকেন?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:২৩
১। ছোটবেলা কোথায় কেটেছে।-----গ্রামে


২। ছোটবেলায় বাবা কি করতেন?---ব্যবসা
৩। ছোটবেলাটা কি খুব সুখে কেটেছে নাকি, আভাব অনটন ছিল?-- সুখে /দুঃখ নয়। মোটামুটি।অভাব ছিলনা।


৪। কোন স্কুলে পড়েছেন?--গভঃডব্লিউ,এম,হাই স্কুল।

৫। কোন স্কুল বন্ধুদের এখনও মনে পড়ে?--পড়ে।তবে দুই একজন কে।

৬। এস.এস.সি কোন স্কুল থেকে? কত সালে? রেজাল্ট কি?--১৯৯৮ /স্টার মার্কস সহ প্রথম বিভাগ(৮০৩)

৭। এইস.এস.সি কোন কলেজ থেকে? কত সালে? রেজাল্ট কি?- বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয়, ২০০০ সাল প্রথম বিভাগ (৭৪৮)

৮। এর পর কোথায় ভর্তি হলেন? পাস করলেন কত তে? কি রেজাল্ট?- --- রাজশাহী বিশ্বঃ /২০০৫/ পদার্থ /প্রথম ক্লাস

৯। এর পর কোথায় কি করলেন?----- এইতো কিছুদিন পর শিক্ষকতায় এসেছি

১০। এখন কি করেন? কোথায় থাকেন? --এখন খুলনা। তবে বাগের হাট ও থাকা হয় হিউম্যান রাইট্স এর সাথে জড়িত আছি তাই
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ০৮:৫৭
আরো কিছু:

১। ছোট বেলায় কি হতে চেয়েছিলেন?
২। প্রেমে পড়েছেন কয় বার? (এই উত্তরে কোন ভনিতা মেনে নেওয়া হবে না)
৩। ভালবাসতে কেমন লাগে?
৪। আপনার পছন্দের কাজ কি?
৫। আপনার কাছে পৃথিবির মূল্য কতটুকু?
৬। আপনার কাছে "জীবন" কি?
৭। "কবিতা" আপনার জীবনে কতটুকু মূল্য রাখে?
৮। বিয়ে করে প্রেম নাকি প্রেম করে বিয়ে? কোনটা আপনার পছন্দ?
৯। নিজের কিছু ভাল গুন সম্পর্কে বলুন?
১০। দু-একটা খারাপ গুনও শেয়ার করুন....

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:১৪
১। ছোট বেলায় কি হতে চেয়েছিলেন?--- শিক্ষক।

২। প্রেমে পড়েছেন কয় বার? (এই উত্তরে কোন ভনিতা মেনে নেওয়া হবে না)---একবার আমি নিজে পড়েছি ।আর একবার প্রেম এসে আমার উপর পড়েছে।

৩। ভালবাসতে কেমন লাগে?--- জানিনা।তবে বাসি কিছুটা। আর আমি যতটা ভালবাসি তার থেকে অন্যের ভালবাসাকে শ্রদ্ধা করি বেশী

৪। আপনার পছন্দের কাজ কি?--বইপড়া


৫। আপনার কাছে পৃথিবির মূল্য কতটুকু?----১০০% তবে আমার মূল্য শূণ্য

৬। আপনার কাছে "জীবন" কি?---অসংখ্য ঘটনার সমষ্টি


৭। "কবিতা" আপনার জীবনে কতটুকু মূল্য রাখে?-- বেশ খানিকটা।কারণ কিছু কবিতা অন্ধ বিবেক গুলোর দরজা খুলে দিয়ে আলো আনে।


৮। বিয়ে করে প্রেম নাকি প্রেম করে বিয়ে? কোনটা আপনার পছন্দ?---প্রেমের বিয়েতে জানাশুনা থাকে।তাই এটা সাপোর্ট করি।


৯। নিজের কিছু ভাল গুন সম্পর্কে বলুন?---আমার কোন গুন নেই।তবে আমি একজণ দায়িত্ববান মানুষ।এবং মানুষকে খুব মূল্য দেই।যদিও অধিকাংশ ক্ষেত্রে দেখ যায় মনুষ সে মূল্য রাখতে ব্যর্থ হয়

১০। দু-একটা খারাপ গুনও শেয়ার করুন....----আমার খুব রাগ বেশী।খুব সহজে রেগে যাই।আর সহজে কাউকে ক্ষমা করিনা। এমন কিছি ক্ষেত্র আছে যেখানে আমি ক্ষমার দুয়ারে কপাট মেরে দেই চিরতরে
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:১৭
৯। নিজের কিছু ভাল গুন সম্পর্কে বলুন?---আমার কোন গুন নেই।তবে আমি একজণ দায়িত্ববান মানুষ।এবং মানুষকে খুব মূল্য দেই।যদিও অধিকাংশ ক্ষেত্রে দেখ যায় মনুষ সে মূল্য রাখতে ব্যর্থ হয়

-- আপনার কোন গুন নেই এই কথা ভাল লাগল না। কারন আমি মনে করি সকল মানুষ নানা গুনে গুনান্বিত

১০। দু-একটা খারাপ গুনও শেয়ার করুন....----আমার খুব রাগ বেশী।খুব সহজে রেগে যাই।আর সহজে কাউকে ক্ষমা করিনা। এমন কিছি ক্ষেত্র আছে যেখানে আমি ক্ষমার দুয়ারে কপাট মেরে দেই চিরতরে

--
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ০৮:৫৯
ভেবে চিন্তে ৪ টা সংগা দিন:

# বন্ধু:

# ভালবাসা:

# প্রেমঃ

# বিয়ে:

উত্তর দিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৬
আমার সংগা কেমন লাগছে বলেন নাই।


দাদু বলবা না।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:০২
# বন্ধু: বিশ্বস্ততার মিলনই বন্ধুত্ব


# ভালবাসা:-- আসল যে জন তারে খুঁজে পাইনা। তাই মিথ্যা বাহানার আর এক নাম ভালবাসা# প্রেমঃ-- খুঁজে পাইনি আজো। তবে যা পেয়েছি তা ভাল কিছু নয়

# বিয়ে: -- ফ্রি ফ্রি একজণ কে অন্য জণের সেবা প্রদান।
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:২০
@নাহার আপা: আপনার গুলো মন্তব্য হয়েছে। সংগা হয়নি।
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:২২
# বন্ধু: বিশ্বস্ততার মিলনই বন্ধুত্ব

এই একটা ভাল লাগম (রাগ কইরেন না আবার)
lovelu1977 সাইক্লোন০৮ আগস্ট ২০১০, ০৯:০৭
অভিনন্দন

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৮
ধন্যবাদ।শ্রদ্ধা সহ শুভ কামনা
aakashpatal আকাশ-পাতাল০৮ আগস্ট ২০১০, ০৯:১৮
@ কবিতা কেন লিখেন?
@ কবিতার প্রতি ভালবাসা কবে থেকে জন্মালো?
@ ব্লগের কোন কবিকে কি আলাদা মনে হয়? মনে হলে কেন? তারা কে কে হতে পারে?

ধন্যবাদ অগ্রিম উত্তর দেওয়ার জন্য।

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৫
@ কবিতা কেন লিখেন?---সবাই ল্যাখে তাই আমিও লেহি


@ কবিতার প্রতি ভালবাসা কবে থেকে জন্মালো?---ব্লগে এসে

@ ব্লগের কোন কবিকে কি আলাদা মনে হয়? মনে হলে কেন? তারা কে কে হতে পারে?----সবার লেখার ধরনটাই আাদা।কারো লেখার সাথে আপনি অন্যের লেখার মিল খুজে পাবেননা


ধন্যবাদ অগ্রিম উত্তর দেওয়ার জন্য।

এইবার কন আইকনে দেখা যাচ্ছে আপনি আকাশ পাতাল থেকে পাতল আকশ হয়ে গেছেন ।এই রূপের রহস্য কি????
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৬
@ কবিতা কেন লিখেন?---সবাই ল্যাখে তাই আমিও লেহি


@ কবিতার প্রতি ভালবাসা কবে থেকে জন্মালো?---ব্লগে এসে

@ ব্লগের কোন কবিকে কি আলাদা মনে হয়? মনে হলে কেন? তারা কে কে হতে পারে?----সবার লেখার ধরনটাই আাদা।কারো লেখার সাথে আপনি অন্যের লেখার মিল খুজে পাবেননাএইবার কন আইকনে দেখা যাচ্ছে আপনি আকাশ পাতাল থেকে পাতল আকশ হয়ে গেছেন ।এই রূপের রহস্য কি????
aakashpatal আকাশ-পাতাল০৮ আগস্ট ২০১০, ০৯:১৯
আমাকে কবে বি,জে অতিথি করা হবে?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫১
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ০৯:২১
শুভ সকাল,ব্লগে বেশ কয়েকজনের নাম নিয়ে বিপদে পড়তে হয় মাঝে মাঝে তার মাঝে আপনি অন্যতম , আপনি ভাই / বোন কোনটা ? যাক আপনাকে আজ পাওয়া গেল ভুল বুঝাবুঝির সমাধান হবে ।

উত্তর দিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৩
কেমন আছেন? আপনার জবাব দিয়েছি। দেখেছেন?
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ০৯:৩২
আমি ভাল আছি আপা , আপনার জন্য শুভকামনা রেখে আসলাম দেরী হয়ে গেল সপ্তাহটা ব্যস্ততার মধ্যে দিয়ে শেষ হলো ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫০
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১০:৫৮
ব্লগে বেশ কয়েকজনের নাম নিয়ে বিপদে পড়তে হয় মাঝে মাঝে তার মাঝে আপনি অন্যতম , আপনি ভাই / বোন কোনটা ? আমার উত্তর কনে ? ? ?
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:২৭
"মনোয়ার নাভেদ" কি একটা মেয়ের নাম হতে পারে??
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২২
পাইছি বুইড়ারে। আইজ তোমারে ধুইয়া ফালামু।

উত্তর দিন
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৪
আমিও আছি আজ সারাদিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৭
তো শুরু করেন, বিসমিল্লাহ।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৮
আমি অনেক আগেই শুরু করেছি অরণ্য আসার আগেই
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ০৯:৩০
আমি খুব স্লো। তাই জবাব দেরীতে নাও
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:৩৪
আমার মন মানেনা রে প্রাণ ভোলেনারে, বুইড়া তুমি দেরি কইরোনা।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৩৯
আপনার প্রশ্ন কই?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪৭
নাহার তোমার প্রশ্ন কই!
pabits ছেলে বেলা০৮ আগস্ট ২০১০, ০৯:২৩
শুভ সকাল।

কবির সাথে আজ সব কথা হবে কবিতায়
প্রশ্ন হবে ছন্দে উত্তর দিবেন আনন্দে।

যোগ দিতে বলি বাংলার মিল্টন কবির ভাইকে
আজ ঘাম ঝড়াতে হবে বি.জে সপ্তর্ষি অরন্যকে।

উত্তর দিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৪
কিন্তু সেযে আছে নিরব পথিকের দোয়ায়--নীরবে।

কথা--তাহার সনে কেমনে হবে?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৫
হা হা হা
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:২৬
শুভ সকাল। ভাল আছেন? কবি কবির?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:২৯
শুভ সকাল আপনাকেও।
কেমন আছেন?

বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪৬
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:৩২
না আমি কি তোতা পাখী? আপনে যা শিখাবেন আমি তাই কমু?

উত্তর দিন
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৩৩
তাহলে আপনার মতোই বলেন দেখি!!!!
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ০৯:৩৩
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ০৯:৩৫
আমি আছি, আগের মতই। আগে ছিলাম এখন যেমন আছি।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৩৮
আগে ছিলেন কেমন?
ভালো অথবা ভালো না অথবা মোটামোটি।

এর বাইরে কিছু বলতে পারবেন না।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ০৯:৪৮
কই গেলেন?
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১১:৪৫
আগে একবার ভালো থাকতে শুরু করেছিলাম, শুরুতে ভাল লাগছিল, শেষে ভাল থাকতে আর ভাল লাগছিল না।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:০৪
বিষয়ঃ রাত

১, রাতের গভীরে কী থাকে?--- নিজেকে চিনে নেবার সঠিক কিছু নির্দেশনা থাকে।যা সবাই খুঁজে পায়না। তবে যরা পায় তারা জীবনে ভুল পথে আর যেতে পারে না।


২, রাতের বেলায় একা একা নির্জন পাহাড়ি পথ ধরে হাটতে বললে কী করবেন?--- আমি হাটবো।রাতকে দেখার এই অপূর্ব সুযোগ আমি হাতছাড়া করবোনা


৩, রাত নিয়ে সুখের কোন স্মৃতি আছে?-- আছে।আমি একা একা একদিন রাতকে খুব কাছে পেয়েছিলাম। খোলা মাঠে শুে পড়ে সারা রাত রাতকে দেখেছিলাম।সেদিন রাতে চাঁদ ছিলনা।অবশ্য আমার বোন পাশে বসে ছিলেন। আমাদের মঝে তার পারিবরক কিছু কথা হচ্ছিল তাই নিরজন স্থান বেছে নেওয়া। এক সময় দেখি আমার বোন ঘুমে অচেতন।


৪, কখনো কী মনে হুয়েছে রাত কেন দীর্ঘ হয়?-- আমার মনে হয় বিপদের রাত্রি গুলো বেশী দীর্ঘ হয়। আর এমনি কেন সময়ের কাটায় দীর্ঘ হয় েটাতো জানি


৫, রাত নিয়ে দু'লাইনের একটা গান/ছড়া/কবিতা বলুন/লিখুন। ---

মধ্য পৌষের কোন এক শিশির ঝরা গাঢ় কুয়াশার রাতে,
একটি শিশু এসেছিল মর্ত্যের বুকে,,,,,,,

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:০৬
এটা কবির ভাইয়ের প্রশ্নের উত্তর
shamanshattik শামান সাত্ত্বিক০৮ আগস্ট ২০১০, ১০:০৫
প্রেম করেছেন? কতবার? কয়জনের সাথে?

না করে থাকলে পস্তাচ্ছেন কি? এ সম্পর্কে ভবিষ্যত পরিকল্পনা কি?

প্রেমে ব্যর্থতা এসেছে কয়বার?

আচ্ছা বলুন তো, নারী-পুরুষের মাঝে প্রেম হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? জীবনে প্রেম বারে বারে আসে কেন?

প্রেম বিষয়ে উল্লেখযোগ্য প্রশ্নগুলি আপনাকে করে ফেললাম। এবার উত্তর শেষে একটু দম নিন।

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:২৬
প্রেম করেছেন? কতবার? কয়জনের সাথে?------ হুম! দুইবার।/দুইজনের সাথেনা করে থাকলে পস্তাচ্ছেন কি? এ সম্পর্কে ভবিষ্যত পরিকল্পনা কি?----

প্রেমে ব্যর্থতা এসেছে কয়বার?----- আসেনি। আমিই সরে গেছি মতের মিল না হবার কারণে।


আচ্ছা বলুন তো, নারী-পুরুষের মাঝে প্রেম হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? জীবনে প্রেম বারে বারে আসে কেন?---- সত্যিকারে প্রেম হতে গেলে দরকার বিশ্বস্ততা,ভালবাসা,আর দু'জনের প্রতি দু'জনের শ্রদ্ধাবোধ। আর তা না হলে দরকার পুরুষের মোটা ব্যাংক একাউন্ট। আর প্রেম আসে সর্বাধিক ৫ বার।(এর থেকে বেশী হল তা প্রেম নয় পরকিয়া ) বারে বারে আসার কারণ এই।

প্রেম বিষয়ে উল্লেখযোগ্য প্রশ্নগুলি আপনাকে করে ফেললাম। এবার উত্তর শেষে একটু দম নিন। --
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১২:৪০
একবারে ধরেনা তাই প্রেম বারে বারে আসে।
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:৩৩
প্রেমে ব্যর্থতা এসেছে কয়বার?----- আসেনি। আমিই সরে গেছি মতের মিল না হবার কারণে।

-- এটা কি ব্যর্থতা নয় যে আপনাকে সরে আসতে হল?? ভুল মানুষের সাথে প্রেম করা ?? অনেক বড় ব্যর্থতা ভাইয়া

আচ্ছা বলুন তো, নারী-পুরুষের মাঝে প্রেম হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? জীবনে প্রেম বারে বারে আসে কেন?

- ভালবাসা, বিশ্বাস, বোঝাপোড়া, সম্মান
- বার বার আসে কারন যোগ্য মানুষকে খুজে পেতে সময় লাগে। মানুষ আস্তে আস্তে বুঝে তার ভুল গুলো কই। আস্তে আস্তে সে নিজেকে শুধরে নেয়। এজন্যই প্রথম প্রেম বেশীরভাগ ক্ষত্রে বিশাল ভুল হয়ে থাকে।
(পাকামি করে উত্তর দিলাম, সরি)
boipagol বই পাগল০৮ আগস্ট ২০১০, ১০:২০
আরে অরণ্য ভাই যে।
স্বাগতম। স্বাগতম।
বিজেতে স্বাগতম...

উত্তর দিন
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১০:২১
প্রশ্ন কই
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:২৮


আপনারে শুভেচ্ছা। আর আমি হাসি।

কারন আমি টাইপে স্লো খুব
smc এস মাহবুব০৮ আগস্ট ২০১০, ১০:২৩
Kokhon money hoy benche thakata anonder noy?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৩২
ধন্যবাদ মাহবুব ভাই। আপনার প্রশ্নটাই আমি খুঁজছিলাম।

আসলে এ ক্ষেত্রে জবাবটা ব্যক্তির উপর নির্ভর করে। তবে আমার মনে হয় জীবনের ব্যর্থতা আর অন্য মানুষের দুঃখ গুলো,কষ্ট গুলো যখন আপনাকে ছুঁয়ে যায় তখনই আপনার বেশী মনে হবে যে বেঁচে থকাটা একদম আনন্দের নয়। এটা অর্থহীন। (আমার মত)
smc এস মাহবুব০৮ আগস্ট ২০১০, ১১:০৩
Kokhon money hoy benche thakata anonder?
boipagol বই পাগল০৮ আগস্ট ২০১০, ১০:২৫
# দিনের কোন সময় বেশি ভাল লাগে? কেন?
# প্রিয় গল্প?
# প্রিয় উপন্যাস?
# প্রিয় কবিতার বই?
# প্রিয় লেখক?
# বৃষ্টির দিনের কোন মজার স্মৃতি শেয়ার করেন।
# প্রিয় জনকে নিয়ে কিছু অনুভূতি শেয়ার করলে অনেক ভাল লাগত।

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪০
# দিনের কোন সময় বেশি ভাল লাগে? কেন?---- বিকেলটায়।


# প্রিয় গল্প?----- মুহাম্মদ হাসান মুন্নার বাসর রাতর গল্প আর নীরব পথিকের স্পর্শহন চিঠি (বড় নাম তাই মনে নেই)

)
# প্রিয় উপন্যাস?---হুমাউন আহমদের মাতাল হাওয়া

# প্রিয় কবিতার বই?---হুমাউন আজাদ শ্রেষ্ঠ কবিতা

# প্রিয় লেখক?--- ব্লগে মুহাম্মদ হাসান মুন্না, আর বাইরে সুমন্ত আসলাম


# বৃষ্টির দিনের কোন মজার স্মৃতি শেয়ার করেন।--- আমি বৃষ্টির দিনে বের হলেই আগে স্লিপ করে মাটতে গড়াগড়ি খেতাম।এটাই মজার। আর এখন তেমন বের হইনা।

# প্রিয় জনকে নিয়ে কিছু অনুভূতি শেয়ার করলে অনেক ভাল লাগত।---- আমার প্রিয়জণ আমার খুব ভয় পায়।তবে আমি তারে শ্রদ্ধা করি।শ্রদ্ধা করি তার অনুভুতিকে।
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ১১:৩৪
হা হা হা
হাসান মুন্নাকে তো খুশি করে দিলেন দেখি
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৪৩
হুম!
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১১:৪৩
ববাড়ি মাইরা তোমার মাতা ফাটামু। মুখে আমারে ভালা পাও আর এখন----------------
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:১৭
দেখছো নি সখি !
বুইড়ার মুখে এক, পেটে আরেক !!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১৮
যদি প্রশ্ন করিতো যে আপনার প্রিয় ব্লগার বা সঙ্গীত শিল্পি কে তবে কি উত্তর করতাম তখন দেখতে। কিনতু তাতো কেউ করেনি তাই রাগ করিও না
skrana ‍রানা০৮ আগস্ট ২০১০, ১০:৩৪
কেমন আছেন ?

কোন গান শুনতে আপনার ভাল লাগে ?
কোন সময়টা গান শোনেন ?
সুযোগ পেলে প্রিয়জনকে কোন গান বা কার গান শুনাতে আরাম্ভ করে দেন ?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৪৪
এই তো আছি ।আপনি কেমন আছেন?

কোন গান শুনতে আপনার ভাল লাগে ?---- আমার পুরনো দিনের গান শুনতেই বেশী ভাললাগে।তবে কয়েক বছর হাবিব ওয়াহিদ শুনছি।

কোন সময়টা গান শোনেন ?---- বিকেলে। ।তবে ইদানিং গান শুনিনা


সুযোগ পেলে প্রিয়জনকে কোন গান বা কার গান শুনাতে আরাম্ভ করে দেন ?----সে যেটা শুনতে চায় সেটা। তবে সুযোগ হয়না তেমন
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১০:৫১
কেমন লাগছে বিজে হয়ে?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১০:৫৬
ভাললাগছে।তব টাইপে যে স্লো!!
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ১১:৩৩
অনেক কিছু জেনে নিলাম।
কেমন চলছে আড্ডা?

উত্তর দিন
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১১:৩৪
আপনারা যেমন চালাচ্ছেন ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৪২
এইতো।চলছে।
rajeen রাজিন০৮ আগস্ট ২০১০, ১১:৩৫
১। কেমন আছেন?
২। কেন ভাল/মোটামুটি/খারাপ আছেন?
৩। কোন কোন ব্লগে ব্লগিং করেন?
৪। জীবনের দুটি আক্ষেপের কথা বলুন?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৪৯
১। কেমন আছেন?----মোটাটামুটি


২। কেন ভাল/মোটামুটি/খারাপ আছেন?-- আপনাদের সাথে আছি তাই

৩। কোন কোন ব্লগে ব্লগিং করেন?---এখানেই শুধু তবে আইডি আছে আরো তিনটায়


৪। জীবনের দুটি আক্ষেপের কথা বলুন? ---১) একজনের ভালবাসার মূল্য দিতে না পারা ২) মানুষ হয়ে মানুষের জণ্য এখনো কিছু না করত পারা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৪
১, ব্লগিংয়ে এসেছেন কেন?
২, ব্লগের ভালো-মন্দ দুই দিক?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৫২
১, ব্লগিংয়ে এসেছেন কেন?
২, ব্লগের ভালো-মন্দ দুই দিক?

১)প্রথমে এসেছিলাম নিছক সময় কাটাতে। তবে এখন দেখি মানুষ হিসেবে এখানে বসলে বিবেক বোধের দরজাও খুলে যায়

২) প্রশ্নটা ক্লিয়র নয় ।তবে হ্যা মুদ্রার এ পিট ওপিট তো থাকেই
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৪১
বলছিলাম, ব্লগের ভালো দিক আর খারাপ দিক!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৫৮
ব্লগের ভাল দিকঃএখানে একটা ভালবাসার বন্ধন খুজে পাই।কিছু লেখায় মানুষ নিজের বিবেককে শুধরে নিতে পারে।

আর খারাপ দিকঃ এখানে কিছু লোক আছে যারা কখনো নিজেদের মনের কাল বৃত্তটকে ভাঙ্গতে পারেনা।তার প্রমান দিয়ে যায় মন্তব্যের ঘরে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৫
১, ব্লগার আর ব্লগ কোনটাকে আপনি প্রাধান্য দেবেন?

২, মাঝরাতে রবীন্দ্র সংগীত কেমন লাগে?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৫৫
১, ব্লগার আর ব্লগ কোনটাকে আপনি প্রাধান্য দেবেন?---অবশ্যই ব্লগার।কারণ সৃজনশীল সুস্থ মস্তিস্কের ব্লগার না থাকলে ব্লগ থাকে কেমনে!!!


২, মাঝরাতে রবীন্দ্র সংগীত কেমন লাগে? -- দারুণ! বললে কম বলা হয়ে যাবে। আরো বেশী কিছু তার থেকে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৬
১, পূণঃজন্মে আপনি নিজেকে কী হিসেবে দেখতে চাইছেন খুব?
২, যাত্রাপালা দেখেছেন কখনো? দেখে থাকলে কোন চরিত্রটা আপনার কাছে ভালো লাগার?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:০১
১, পূণঃজন্মে আপনি নিজেকে কী হিসেবে দেখতে চাইছেন খুব?----রাতের আকাশের একটি নক্ষত্র


২, যাত্রাপালা দেখেছেন কখনো? দেখে থাকলে কোন চরিত্রটা আপনার কাছে ভালো লাগার? ----একবার মাত্র। গ্রামে তখন আমি খুব ছোট।নাম বলত পারছিনা। তবে জমিদারের চরিত্রটা ভাল লাগছিল। সে খুব ভয়ংকর অত্যাচারী জমিদার। আর আমার হাতে তখন সব ছাওয়াল মাইয়া রা মার খাইত ।তাই কিনা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১১:৪৭
১, শিক্ষাজীবনের পরীক্ষা ছাড়া কোন দিকটা আপনার কাছে বিরক্তির মনে হতো?
২, কেউ যদি আপনাকে এখনই বলে বসে আমি তোমাকে ভালোবাসি এর প্রত্যুত্তরে আপনার উত্তর কী হবে?
৩, শেষ জীবনে আপনি নিজেকে কোথায় দেখতে চান?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:০৫
১, শিক্ষাজীবনের পরীক্ষা ছাড়া কোন দিকটা আপনার কাছে বিরক্তির মনে হতো?---- কিছু শিক্ষকদের মেয়েদের সাথে অকারন ভঙ্গি করা। আর হচ্ছে বিকেল বেলা আড্ডা দিতে না পারার কষ্ট।কারণ পড়া করতে হবে


২, কেউ যদি আপনাকে এখনই বলে বসে আমি তোমাকে ভালোবাসি এর প্রত্যুত্তরে আপনার উত্তর কী হবে?---- বলবো আমার এখন এসব বাহানার সময় নেই।মন নেই তুমি মন থেকে আমার ভুত নামিয়ে ফেল


৩, শেষ জীবনে আপনি নিজেকে কোথায় দেখতে চান? -----আমি যেমন আছি তেমনই থাকতে চাই।আমার আকাংখা কম।
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১১:৫২
ভাই আপনার নামখানা দেখে আমি টাসকিত ! ! । বুঝতে বহুত কষ্ট হয়েছে ।

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১১:৫৭
নামের অর্থ বুঝতে পারেননি সেটা আপনার ব্যর্থতা। আমর প্রোফাইলে গিয়ে দেখুন। আর নারী পুরুষ নিয়ে দন্ধ না করে মানষ হিসেবে দেখুন সব মানুষ কে
amjewel জুয়েল১২০৮ আগস্ট ২০১০, ১২:০৩
মানুষ কে মানুষ বলেই দেখতে চাই , আমি দন্ধ করা নিয়ে বলিনি আমি জানতে চেয়েছি এর চেয়ে বেশী কিছু না এইখানে আপনাকে ভাই না বলে যদি বলতাম মানুষ কেমন আছেন আপনি কেমন লাগত ? নিজের ব্যথতা শিকার করি ,আমার ভূল হওয়া স্বাভাবিক । কম সময়ের জন্য ব্লগে আসি সবার ব্লগে যাওয়া হয় না । আবার ব্লগে গেলেও প্রোফাইল দেখা হয় না । সমস্যা হতেই পারে । ভাল থাকবেন ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:০৯
ধন্যবাদ ।
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৪

উত্তর দিন
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৫
আমি কি প্রশ্ন করমু।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১০
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৫

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১১
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:০৯
good

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:১২
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:১৫
দাদু !

আইজকা যে তোমারে ভূতে ধরনের পালা, টেরই পাই নাইক্কা
আগে টের পাইলে কুশ্চেন কইরা কইরা তোমার ভূত ছুটাই ফালাইতাম

সক্কলে মিল্যা তো তোমারে কোপাইয়া কুশ্চেন কইরা হয়রান করি ফালাইছে।
এহন ইট্টু জিরাই লও। আও, তোমারে পাংখা দিয়া বাতাস কইরা দেই

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:২০
কবির ভাইকে ডরাই বলে প্রশ্ন মনে হয় কম করেছেন উনি
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:২১
আহ্ বাতাসে আমার প্রাণডা জুরাইয়া যাইবার নাগতাসে
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:২৮
আমার সখি কই ???????
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৩৩
সখি নাই সখি নাই
তুমি কই তুমি কই

গান ধরো সখি চলে আইবো
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৩৫
আমি সমস্যায় খুব। কারেন্ট মাঝে মাঝে আসে।
ল্যাপটপে চার্জ নাই। তাই [প্রশ্নও করতে পারছি না।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:২৮
আহা কী আনন্দ ! আইজকা আমগো দাদুর বিয়ে হওয়ার থুক্কু বিজে হওয়ার দিন

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৩০
হায়! হায়! এ কিতা কয়
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:৩০
কি? কুনো কুশ্চেন করমু নি?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৩১
করো। নিষেধ নাই
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:৩২
কি খেয়েছেন??
ভাল বন্ধু কে?
ভাল সঙ্গি কে??
কি খেতে ভালবাসেন??
মাথা গরম থাকে কেন??
প্রধানমূন্ত্রী হলে কি করতেন??
কাকে খুব অপছন্দ করেন??

//////////////////

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৪০
একটু পর বলছি। আগে কবির ভাই এর জবাব দেই।কিছু মনে করবেননা প্লিজ
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৫৩
@ মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:৩২

কি খেয়েছেন??---ভর্তা ভাত

ভাল বন্ধু কে?---শ্রাবন শ্রাবন শ্রাবন

ভাল সঙ্গি কে??----শ্রাবন

কি খেতে ভালবাসেন??----ভাত আর ঝোল

মাথা গরম থাকে কেন??----মাথাগরমের কাজ হয় তাই

প্রধানমূন্ত্রী হলে কি করতেন??---- নিজেই অফিসে অফিসে ঢু মেরে দেখতাম তৃতীয় শ্রেনীর কর্মকর্তাদের পেট,পকেট,বাড়ি ঘর ,স্ত্রীদের এত ফুলে ওঠার রহস্য কি !!!


কাকে খুব অপছন্দ করেন??----যে পুরুষ (!)সব সময় তার পৌরষত্বের অহংকার দেখায় আর নরীদর হেয় করে এবং যে নারী তার রূপের অহংকারে কোমোর দুলিয়ে চলে!!
lamehost মোঃশরিফুল ইসলাম০৮ আগস্ট ২০১০, ১২:৩৩

উত্তর দিন
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৩৬
১, কখন মনে হয় আপনি ভালো আছেন?
২, কখন মনে হয় আপনি ভালো নেই?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৪৩
১, কখন মনে হয় আপনি ভালো আছেন?----যখন দেখি কাছের মানুষ/আপনজণরা সবাই ভাল আছেন(তবে এটা হয়না তেমন)

২, কখন মনে হয় আপনি ভালো নেই? ----যখন দেখি কাছের মানুষ/আপনজণরা ভাল নেই
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১২:৩৭
১, যদি কখনো মনে হয় প্রকৃতি আপনার কোন অনুরোধ রাখবে তখন আপনি কী অনুরোধ করবেন তার কাছে?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১২:৪৫
১, যদি কখনো মনে হয় প্রকৃতি আপনার কোন অনুরোধ রাখবে তখন আপনি কী অনুরোধ করবেন তার কাছে? ------ আমি তখনো চাইবো প্রকৃতির কাছে সব মানষের ক্ষুধা নিবারনের ব্যবস্থা করে দিতে আর সব মানষের সমতা। কোন ভেদাভেদ থকবেনা মনুষে মানুষে
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:৩৭
সখি ই ই ই ই ই ই ই ই ই ই ই
উত্তর দিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৫
পর্বত সে আজ ম্যায় টাকরা গায়া
তুমনে দি আওয়াজ লো ম্যায় আ গায়া--
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১২:৩৮
আসতাছি.....মিনিট চল্লিশেক পরে...

উত্তর দিন
pabits ছেলে বেলা০৮ আগস্ট ২০১০, ১৩:০২
আমিও
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৩:১৮
চল্লিশ মিনিট ওভার বেলা ভাই। আসে এ এ এ এ ন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৬
এস এস বুইড়ার ঘরে এস
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৪৭
m/m/m/
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৩:২৪
১। "কপাল আমার ভিঁইজা গেলো দুই নয়নের জলে...!" কখন,কিভাবে সম্ভব ? চোখের জল কি মহাকর্ষের তোয়াক্কা না কইরা কপাল বাইয়া উঠলো নি? তুমি তো ফিজিক্সের শিক্ষক, ব্যাখ্যা কইরা বুঝায়া দাও।

[মূল বাক্যঃ কপোল আমার ভিঁজে গেলো দুই নয়নের জলে]

উত্তর দিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৩
আমি ক্লু দেই------
কপাল ভিজিয়া গেল নয়নের জলে
দুই ঠ্যাং বাঁধা আছে নয়নের জলে।-------
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৪
সরি,

কপাল ভিজিয়া গেল নয়নের জলে
দুই ঠ্যাং বাঁধা আছে তমালের ডালে।--------
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৩
১। "কপাল আমার ভিঁইজা গেলো দুই নয়নের জলে...!" কখন,কিভাবে সম্ভব ? চোখের জল কি মহাকর্ষের তোয়াক্কা না কইরা কপাল বাইয়া উঠলো নি? তুমি তো ফিজিক্সের শিক্ষক, ব্যাখ্যা কইরা বুঝায়া দাও।

হ্যাঁ সম্ভব। তয় ব্লগার আকশ পাতালের মত পাতাল আকাশ হয়ে যাইতে হইবো। তবেই সম্ভব। আর যদি চোখের জলে বন্যা হয়ে যায় তবে সম্ভব
ujjwalldhar1 উজ্জ্বল ধর০৮ আগস্ট ২০১০, ১৩:৩৫
নিশি রাইতে কাউয়া ডাকে-কবিতাটি কার লেখা?

উত্তর দিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৮
সিধেল চোরের।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৪
নিশি রাইতে কাউয়া ডাকে-কবিতাটি কার লেখা?---

বিরহী প্রেমিকের
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৯
কাপড় কাচতে কেমন লাগে?

উত্তর দিন
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৩৯
কাপড় নিজে ধোও না বুয়া আছে?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৬
আমি ধুই নিজের গুলো। আর বালিশ কাথা আর বিছানার গুলো বুয়া
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৩:৪১
কোন সাবানে কাপড় পরিস্কার হয় বেশি? মাসে কয়টা লাগে?

উত্তর দিন
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৩:৫৮
আমি হুইল পাউডার ব্যবহার করি। বুয়া একটা সাবান চায় মসে। হুইল
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:৪৬
১। ছোটবেলা কোথায় কেটেছে।-----গ্রামে

al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:৫৪


১। কি কি রাঁধতে পারেন? ----শুধু ভাত আর ভর্তা এবং বাংলা ঝোল (মাছ এবংআলু বেগুন দিয়ে) যারে কয় সালুন


২। ফুটপাতের খাবার খেতে কেমন লাগে? কোন ষ্পেশাল পছন্দ আছে কি?----খাইনা ক্ষুধায় মরে গেলেও। স্পেশাল পছন্দ কই মাছের ঝোল আর ভাত। আমি ভাই বাঙ্গালী। গুরু খাবার পছন্দ করিনা

৩। আপনার প্রিয় মানুষ কে? (সঠিক উত্তর চাই)----- কমুনা

৪। মিথ্যা কেমন বলেন?----বলিনা বললে সেটা মিথ্যা বলা হয়ে যাবে। তবে সম্ভাবত কম বলি। তবে তা অধিকাংশ ক্ষেত্রেই অন্যের প্রয়োজনে

৫। কখন কাওকে বন্ধু ভাবা শুরু করেন?-----যখন দেখি মতের মিল হয় তার সাথে।

৬। কখন একজন মানুষকে অপছন্দ করেন?---যখন দেখি সে সব মলিয়ে মনুষ নামের যোগ্যতা হারিয়েছে

৭। ভালবাসা ব্যাতীত জীবন বৃথা; এটা আমি বিশ্বাস করি, আপনি করেন কি?---- হুম! তবে এক সময় আপনি কিন্তু চাইলে মানিয়ে নিতে পারবেন এটা

৮। মানুষকে কষ্ট দিতে কেমন লাগে?----একদম ভাললাগেনা।তবু দিয়ে ফেলি হয়তো মনের অজান্তে অথবা রাগের বশে

৯। আপনার পশু-পাখির প্রতি মায়া মমতা কেমন?-----খুব বেশী

১০। ছাত্র কথা না শুনলে বা পড়া না পড়ে আসলে কি করেন?----কারণ খুঁজি কেন তার এমন হয়েছে। সে কি কোন সমস্যায় পড়েছে কিনা তা বুঝার চেষ্টা করি।

১১। ছাত্ররা আপনার পড়ানো বুঝতেছে না, অথবা আপনি বুঝছেন তারা ক্লাসে মনোযোগি না। কি করেন?------বই রেখে দিয়ে চুপ করে বসে থাকি
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:১৫
al_berunie আদনান আল বিরুনি০৮ আগস্ট ২০১০, ১৩:৫৪


১। কি কি রাঁধতে পারেন? ----শুধু ভাত আর ভর্তা এবং বাংলা ঝোল (মাছ এবংআলু বেগুন দিয়ে) যারে কয় সালুন


২। ফুটপাতের খাবার খেতে কেমন লাগে? কোন ষ্পেশাল পছন্দ আছে কি?----খাইনা ক্ষুধায় মরে গেলেও। স্পেশাল পছন্দ কই মাছের ঝোল আর ভাত। আমি ভাই বাঙ্গালী। গুরু খাবার পছন্দ করিনা

৩। আপনার প্রিয় মানুষ কে? (সঠিক উত্তর চাই)----- কমুনা

৪। মিথ্যা কেমন বলেন?----বলিনা বললে সেটা মিথ্যা বলা হয়ে যাবে। তবে সম্ভাবত কম বলি। তবে তা অধিকাংশ ক্ষেত্রেই অন্যের প্রয়োজনে

৫। কখন কাওকে বন্ধু ভাবা শুরু করেন?-----যখন দেখি মতের মিল হয় তার সাথে।

৬। কখন একজন মানুষকে অপছন্দ করেন?---যখন দেখি সে সব মলিয়ে মনুষ নামের যোগ্যতা হারিয়েছে

৭। ভালবাসা ব্যাতীত জীবন বৃথা; এটা আমি বিশ্বাস করি, আপনি করেন কি?---- হুম! তবে এক সময় আপনি কিন্তু চাইলে মানিয়ে নিতে পারবেন এটা

৮। মানুষকে কষ্ট দিতে কেমন লাগে?----একদম ভাললাগেনা।তবু দিয়ে ফেলি হয়তো মনের অজান্তে অথবা রাগের বশে

৯। আপনার পশু-পাখির প্রতি মায়া মমতা কেমন?-----খুব বেশী

১০। ছাত্র কথা না শুনলে বা পড়া না পড়ে আসলে কি করেন?----কারণ খুঁজি কেন তার এমন হয়েছে। সে কি কোন সমস্যায় পড়েছে কিনা তা বুঝার চেষ্টা করি।

১১। ছাত্ররা আপনার পড়ানো বুঝতেছে না, অথবা আপনি বুঝছেন তারা ক্লাসে মনোযোগি না। কি করেন?------বই রেখে দিয়ে চুপ করে বসে থাকি।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:১৬
সখি !
দেখো দি এইগুলান কি ?!!
বুইড়া কি হেমায়েতপুর যাওনের টিকেট চায় নি ??
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:১৭
সুজন ভাই দুঃখিত এই কপ পেষ্ট মন্তব্যটা মুছেদেন
al_berunie আদনান আল বিরুনী০৮ আগস্ট ২০১০, ১৩:৫৮
বাচ্চা মানুষ তো, বুঝি কম।
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৪:০৫
বাচ্চাদের বেশী না বুঝাই ভাল ।
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:০৯
ঠিক
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:০১
চামচ দিয়া ভাত খাইতে কেমন লাগে?
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৪:০৪
আমি তো তরকারি দিয়ে খাই। চামচ যে শক্ত।
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:০৭
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:০৮
তোমার জন্য ওয়ান টাইম কাগজের চামচ আছে।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:১১
@ সুলতানা আপুঃকেমন আছেন?
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৪:১৩
ভাল আছি আপু আপনি কেমন আছেন?
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৪:১৬
@নাহার আপু: আমি তো কাগজও খাইনা।
শুধু ভাত, ডাল আর তরকারি।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:১৭
ভালো আছি।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:২৫
ভালনা
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:০৬
হাত দিয়া খওয়া সুন্নত। এর উপকারিতা কি? ব্যাখ্যা কর।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:২৮
নিজের ইচ্ছায় খাওয়া যায় হাত দিয়ে। আর চামচ দিয়ে যায়না এটাই উপকারিতা
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:১১
১। ১৮ ইঞ্চি = ১ হাত, তোমার হাত কয় ইঞ্চি ?

২। এককথায় প্রকাশ করোঃ হাত আছে যার।

৩। সেই চিরন্তন প্রশ্নঃ ডিম আগে, না মুরগী আগে ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৩১
১। ১৮ ইঞ্চি = ১ হাত, তোমার হাত কয় ইঞ্চি ?------১৮"

২। এককথায় প্রকাশ করোঃ হাত আছে যার।--- কাকতাড়ুয়া

৩। সেই চিরন্তন প্রশ্নঃ ডিম আগে, না মুরগী আগে ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।----মুরগী।কারণ আল্লা নাকি প্রথমে সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন!
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:১৩
এইবার সামলান ঠেলা
আইসা পড়ছে এই বেলা।
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৪:১৪
তুমি কি ঠেলাগাড়ি নাকি?
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:১৫
এই বেলা কোন বেলা?
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:১৭
এই বেলা
ছেলে বেলা।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:২০
নাম তার ছেলে বেলা,
নাকি নাম গাড়িঠেলা।
না না না মেলে নাই,
কি নাম, বেলা ভাই?
নামখান ঝকমারি,
বেলা ভাই ঠেলাগাড়ি।।
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৪:২৩
আপু কবিতা বড়ই সোন্দর্য্য হইছে।
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:২৫
এই বেলা দূর্বার
ভেঙে করব চুরমার।

সাবধান সাবধান
লাগতে আসলে
যাবে মান।
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:২৮
মুখ থাকতে হাতে কি?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৩২
কইছি, দিবানা টান,
নিয়া মান সম্মান।
তিন বোন আছি হুম,
হারাম করে দেবো ঘুম!
সখি, আপু সুলতানা,
বেলা ভাইর ষোলআনা
প্যাঁচ খাওয়া ভাবনা,
পাঠাও তারে পাবনা।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৩২
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৩৩
সখি !
পাগোলে কি না বলে !?
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৩৮
জোটের এখন ভাত নাই
নিজের বাহুতে বল চাই
কোথায় আমার কবির ভাই।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৪৫
জোটের ভাত নাই, নিজের বাহুতে বল চাই কইয়া আবার কবির ভাইরে খোঁজে।
হা হা হা হা ১০০% খাঁটি পাগল রে
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:১৪
১)জীবনে এই পর্যন্ত কতগুলা ডিম খাইছ?

২)তার মধ্যে কতগুলা ভাজা, কতগুলা পোচ?

৩)কাঁচা ডিম খাইছ কখনও?
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:১৬
আফরোজা হক
করে শুধু বক বক।

সাজেদুন্নাহার
করে শুধু আহার।

pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:১৭
সুলতানা
ঝগড়ায় তার নাই মানা।

abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৪:২১
আপুরা কোথায় এই পাগলে কি কয়?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:২৩
আমি যখন এতই বক বক করি, ঠিক আছে......এইবার মুখে দিলাম তালা
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:২৫
হেহ হেহ হেহ.......

খুশি হইয়া কাম নাই,
ঠেলাগাড়ি বেলা ভাই।


মুখে তালা দিছি তাতে কি ! মাউস আর কী-বোর্ড খুব বিজি আছে
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:২৭
ঘোট পাকায়া লাভ নাই
সাথে আছে সপ্তর্ষি ভাই। (উপায় না দেইখা বি.জে রে সাথে নিলাম)
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৩৩
সপ্তর্ষির সময় নাই

লড়তে হবে একলা তাই।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৩৫
১)জীবনে এই পর্যন্ত কতগুলা ডিম খাইছ?------মুরগীর বার্ড ফ্লু হবার পর আর ডিম খাইনি। তার আগে মনে হয় ২০০ খাওয়া হয়েছে।

২)তার মধ্যে কতগুলা ভাজা, কতগুলা পোচ?------সব সিদ্ধ

৩)কাঁচা ডিম খাইছ কখনও?----না
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:২৪
হেহ হেহ হেহ.......

খুশি হইয়া কাম নাই,
ঠেলাগাড়ি বেলা ভাই।


মুখে তালা দিছি তাতে কি ! মাউস আর কী-বোর্ড খুব বিজি আছে
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ১৪:২৫
চলছে নাকি?
হাত কী ঠিক আছে অরণ্য?
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৩২
আমি ব্যান্ডেজ কইরা দিলাম এইমাত্র, কাজ চলবে।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৩৭
হাতের শিরা জেগে গেছে আমার।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৩৭
হ সখি ব্যান্ডেজ করছে, আমি সাক্ষী
আমি নিজ হাতে বাঁশের চটি আউগায়া দিছি.......ব্যান্ডেজের ভিতর দিতে
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৪৬
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ১৫:৩৭
এই ডাক্তার দেশে আসলে তো রোগী মারবে
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:২৬
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:০১
চামচ দিয়া ভাত খাইতে কেমন লাগে?

ভালনা
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:২৯
সপ্তর্ষি ভাই,
আপনার আড্ডায় এসে পড়লাম কি বিপদে
সুলতানা, আফরোজা ও সাজেদুন্নাহার দল বাঁধে।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৩৩
কে দল বাধে?
আমি এসে পড়েছি!!!!!!!!!!!!!!!!!!
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৩৫
দল বাধিনা ছেলেবালারে বধি।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৩৮
ও আচ্ছা, ছেলেবেলা একতরফাভাবে বিচার দিলেন কী না!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৩৯
আমি শ্যাষ
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৩৯
কবির ভাই
আছি বড় বিপদে
আমারে সামনে দিয়া
সপ্তর্ষি যায় নিরাপদে।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৩৯
হ কবির ভাই.......
ছেলে বেলায় কইছে, হ্যায় নাকি ঠেলাগাড়ি।
মাথা খারাপরে মুক্ত রাখন রিস্কি।
তাই তারে টাইট কইরা বাঁধতাছি
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৪০
দল বাধিনা ছেলেবালারে বধি।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৪০
যাক আমার ঝড় বেলা ভাই এর উপর দিয়ে যাচ্ছে গা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৪১
আমি কিছু দেখি্নি আমি কিছু শুনিনি
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৪১
কবির ভাই সাবধান
বাজে কথায়
দিবেন না কান।
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৪৩
হায় হায়

কবির ভাই ডরাইলেন
হাতে নিচে মুখ ঢাকি
হতাশাটা বাড়াইলেন।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৩৯
অরণ্য, দেখি ভাই আরো কয়েকটা প্রশ্নের উত্তর দেন ত দেখি?

১, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা___ভেবেছেন কখনো?
২,ছোটবেলাকার ব্যক্তিগত চাওয়াটা কী এই বড়বেলায় এসে একই সূতোয় গাথতে পেরেছেন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৪৪
১, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা___ভেবেছেন কখনো?------- ভাবি এখনো ।যখন একা পথ চলি কিন্তু আসলে হারাতে পরিনা। পিছুটান

২,ছোটবেলাকার ব্যক্তিগত চাওয়াটা কী এই বড়বেলায় এসে একই সূতোয় গাথতে পেরেছেন? ---- না। পারবোনা সেও জানি
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৪০
এইবার আপনে কন কবির ভাই, আপনেও কি ছেলে বেলার দলে ?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৪১
উত্তর যদি "হ্যা" হয়, তাইলে যাই......আরেকটা রশি আনোনের ব্যবস্থা করি।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৪২
আমি কোন্দলে!!!
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৪৪
আমি হ্যা/না কোন দলে নাই।
আমি খা দলে
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৪৪
সাইক্লোন ভাই কই
ক্ষ্যাপছে তার বইন।
জলদি তার সামলান
নইলে তার নিব প্রাণ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৪৬
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৪৭
মাইরেরে পাগলেও ডরায়। ক্ষেপছি এইটা বুঝছে রে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৪৫
অরণ্যের কী হলো। পালাইছে না-কী?
আমার আরো প্রশ্ন আছে।
তারপর আসবে বীর বাহাদুর ভাইয়ের কোপাইয়া কুশ্চেন!
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৪৯
ছোটবেলায় ছেলেবেলার মতন ফাঁকি মারছেন তাই এখন প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৫৬
আছি ভাই
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৪৭
আরো দুইটা মাত্র! এরপর আসবে কোপাইয়া কুশ্চেন!

১,স্কুলজীবনের স্যারের বেতের বাড়ি খেয়েছেন কখনো?
২,আপনাকে কোনো ব্লগের মডু করা হলো তখন কী করবেন?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৪৮
কুশ্চেনে নকল নকল গন্ধ আসে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৫৪
আমি কিছু জানিনা!!!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৫৪
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৪৭
আরো

আরো দুইটা মাত্র! এরপর আসবে কোপাইয়া কুশ্চেন!


১,স্কুলজীবনের স্যারের বেতের বাড়ি খেয়েছেন কখনো?----স্ব- দলবলে বৃত্তি কোচিং পালানোর অপরাধে আমি দলের লিডার হিসেবে ৯৫ সালে বেতের ১০০ বাড়ি খেয়েছিলাম

২,আপনাকে কোনো ব্লগের মডু করা হলো তখন কী করবেন? -----আমি হবোনা।আর যদি জোর করে বানায় তবে সবাইকে ব্যান করে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো
banglarbibek বীর বাহাদুর বলবল সিং০৮ আগস্ট ২০১০, ১৪:৪৮
আমি তো গুরুজীরেই প্রশ্ন করে শেষ করতে পারিনি,,হায় হায়
আপনাকে তো আরো প্রশ্ন করার আছে,,,,,এখন আছি ট্রেনে ,,,,,মোবাইল দিয়ে কি ভালো প্রশ্ন বের হবে,,,?

কি খাই কি খাই?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৫২
বীরদা.....ট্রেন-বগি-ব্যাগ-ব্যাগেজ যা ই খান, মোবাইলটা খাইয়েন না।
কোপাইয়া কুশ্চেন করেন.......
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৪:৫৭
ট্রেন যাত্রা শুভ হোক
banglarbibek বীর বাহাদুর বলবল সিং০৮ আগস্ট ২০১০, ১৫:০১
পোলাপান সামলাইতে খবর হয়ে যাচ্ছে,,,,
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:০৪
তাই নাকি
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:১১
@ বীর ভাইঃ

বাবার উপরও বাবা আছে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৪৯
আমার প্রশ্নের স্টক শেষ!
কেউ কী নাই!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:০৫
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৪৯
অরণ্যদা, বইলা যান
কোন ব্রান্ডের সিগারেট খান?
জর্দা না মিষ্টি পান?
ছিনা না মূরগীর রান?
বউয়ের প্রতি কতটা টান?
কিভাবে তার ভাঙেন মান?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৫৩
আমি Marlboro lights
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৫৪
একটা না কবির ভাই
একে একে সবগুলো চাই।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৫৪
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৫৭


না কইয়া বুইড়ায়
কই যায় কই যায়?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৫৭
অরণ্যদা, বইলা যানকোন ব্রান্ডের সিগারেট খান?
জর্দা না মিষ্টি পান?
____কোনটা না।
ছিনা না মূরগীর রান?
___ দুইটাই!
বউয়ের প্রতি কতটা টান?
___সেটা বউ জানে। আমি কমু না!
কিভাবে তার ভাঙেন মান?
______ মান করে মান ভাঙাই!
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৫৮
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:০০
অরণ্যদা, বইলা যান
কোন ব্রান্ডের সিগারেট খান?----- খাইনা


জর্দা না মিষ্টি পান?-----খাইনা
ছিনা না মূরগীর রান?----- দেশী মুরগীর রান ফার্ম খাইনা

বউয়ের প্রতি কতটা টান?---

কিভাবে তার ভাঙেন মান? ----
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৫৪
অরণ্য কি শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া বনে গেলো গা ??
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৪:৫৮
বনের বাঘে হালুম করলেই আবার মনের বাঘের কাছে ফেরত আসবে।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৪:৫৮
না হয়ে উপায় আছে!
আরো প্রশ্ন আছে, আসছে
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:০১
বুইড়ারে দেইখা বনের রাজার ২য় স্ত্রী কী একখান হাসি দিছেঃ

dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:০২
আছি
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:০৩
এইবার অরন্যের ৩য় প্রেম আসবে জীবনে।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:০৩
রাজা বিবির উপর নাখোশ, বুইড়ার উপরও........
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:০৭
ওমা বাঁচাও
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৪:৫৮
জীবনের প্রথম প্রেম
কতটা আপনি পাইছিলেন শেম?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৪:৫৯
তোমার সমানই পাইছে
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:০০
সে ছিল শুধুই গেম
মেশিনের সিলাই না
হালকা পাতলা হেম।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:০৩
একটুও না
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:০৭
ছি: বেশরম
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:০৯
কেন চশমা ছিল না!!!
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:০০
সখি মানে কী? আমি জানি কিন্তু আপনাদের জন্যে। (সাজেদুন নাহার আর আফরোজা হকের জন্যে প্রযোজ্য)
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:০২
মানে যাদের দুইজনের ভালোবাসার মানুষ একই।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:০৪
ভালো বাসা তা কয় তলা হলে হয়?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:০৫
>< সখি গো................
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:০৭
জাইন্যা জাইন্যা আইন্যা[লবণ ছাড়া] ভাত খায় ক্যাঠা রে
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:১১
ভালোবাসা তলাবিহীন হয়।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:০২
ছেলেবেলা আর বড়বেলার মধ্যে পার্থক্য কী? (ছেলেবেলার ক্ষেত্রে প্রযোজ্য)
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:০৫
ছেলেবেলা আমাদের সাথে হাইকু খেলে, বড়বেলা খেলেনা।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:০৯
ছেলেবেলা পালাইছে!!
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:১০
ছেলে বেলা
গুন তার মেলা।

বড় বেলা হুইস্কি খায়
মাঝে মাঝে ভোদকা চায়।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:২২
ছেলে বেলা ছেলে বেলা,
গুণ তার আছে মেলা।
সারা দিনে তিন বেলা,
খায় খালি গুতা ঠেলা।
banglarbibek বীর বাহাদুর বলবল সিং০৮ আগস্ট ২০১০, ১৫:০৫
বিসমিল্লাহ
কত সময় পর পর আপনার খুদা লাগে?

খুদা লাগলে খালি পানি খাবার ইতিহাস আছে নাকি?

সাদা পানি নাকি লেবু সরবত কি খান বেশি,,নাকি অন্য কিছু,,,,?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:০৭
এইতো বীর ভাইয়ের সময় সুরু হলো।
অরণ্যের এবার কী যে হবে?
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:১০
বীর ভাই আছেন তো বেশ
মিটান আপনার মনের খায়েশ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:১২
বীর বাহাদুর বলবল সিং০৮ আগস্ট ২০১০, ১৫:০৫


বিসমিল্লাহ
কত সময় পর পর আপনার খুদা লাগে?-----তিন ঘন্টা পরপর

খুদা লাগলে খালি পানি খাবার ইতিহাস আছে নাকি?----আছে

সাদা পানি নাকি লেবু সরবত কি খান বেশি,,নাকি অন্য কিছু,,,, জল রঙ্গের পানি
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:০৬
হিন্দি সিনেমার গান কেমন লাগে?
ভালো লাগলে কেন লাগে আর না লাগলে কেন লাগে না?

প্রশ্ন সবার জন্যে, সাজেদুন নাহার, আফরোজা হক, ছেলেবেলা এবং সপ্তর্ষী অরণ্য)
banglarbibek বীর বাহাদুর বলবল সিং০৮ আগস্ট ২০১০, ১৫:০৮
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:০৯
হ হ সবার জন্য, মানে কবির ভাই-বীর ভাই এরাও আছেন।
বলেন বলেন.......
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:১২
বীর ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:১২
ইয়ে জমি রুক যায়ে
আসমা ঝুক যায়ে
হুম ত্যারা চেহারা
যাব নাজার আয়ে
হুম ত্যারা চেহারা
যাব নজর আয়ে।
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:১৩
বীর সাহেবের হাসি দেখিয়াই বোঝা যাইতেছে হিন্দী গান তার কেমন লাগে।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:১৫
বীর ভাই শরম পাইতেছেন সিনেমার কথা শুনে!
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:১৬
হিন্দি সিনেমার গান কেমন লাগে?---- স্লো গুলো ভাল লাগে। ঝাকা নাকা দেহ দুলা দে ভাল্লাগেনা

ভালো লাগলে কেন লাগে আর না লাগলে কেন লাগে না?------ ভাললাগাটা এমনিই হয়।তবে তা মন ভাল থাকলে। মন খারাপ থাকলে শুনিনা ।আর সুরের কম্পোজিশানটা কাজ করে ভললাগার ব্যাপারে
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:২০
আমার স্লো হাই সবই ভালো লাগে। তবে একেক সময় একেকটা।

কখনো ভালো লাগে
সাগর কিনারে, আবার কখনো ভালো লাগে আভি জিন্দাহ তো জিনেলেদ

আবার কখনো সোনে য্যায়ছা রুপ হে ত্যারা চাঁদি য্যাইছে বাল তুহি এক ধনবান হে গৌরী লা লা লা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:১১
মোবাইল ফোন আর ইন্টারনেট কোনটা বেশি কাজে লাগে?

টিভিতে কম্পিউটার চালানো যাইয় না কেন?
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:১৫
টিভিতে কম্পু চালান যায় না ইহার কারণ টিভিতে একটা রিমোট থাকে এবং ইহার দখল সব সময় নারী নামক এক অকর্ম জাতির কাছে থাকে।

বীর ভাই সামনে আসেন
আফসাজু ক্ষ্যাপছে দেখেন।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:১৬
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:১৭
খুশি হইছি আমারে আর সখিরে এক কইরা দেওনের লাগি বেলা ভাইরে এক ঠেলাগড়ি ভর্তি ধন্যবাদ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:২৩
মোবাইল ফোন আর ইন্টারনেট কোনটা বেশি কাজে লাগে?-------ইন্টার নেটের নেগেটিভ (বাজে ছবি দেখা আর বিপরিত লিঙ্গের মানুষের সাথে অশোভনীয় কথা বার্তা) সাইড বাদ দিল ইনটার নেট টা বেশী কাজে লাগে।

টিভিতে কম্পিউটার চালানো যাইয় না কেন?------ টিভির মেমরি রিডার থাকেনা।
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:১৪
১, সিনেমার নায়িকারা সুন্দরী হয় কেন?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:১৫
খাইছে রে.......ময়ূরীও দেখি সুন্দরী হইয়া গেলো !!!
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:১৭
Who is moyuri?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:১৭
হায় আল্লাহ! আফসোসের আন্তর্জাতিক ইমো হবে!
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:১৯
ময়ূরী হইলো ময়ূর-এর ওহাব[ওয়াইফ]
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:২০
ছেলেবেলা খুব কায়দা করে প্রশ্ন করলেন। একটা কিছু আছে মনে হয়!
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:২১
নায়কেরা বান্দর হয় যে কারনে।
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:২২
বেকায়দায় পড়িলেই ছেলেবেলা কায়দা করে---আল কায়দা
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:২৩
নায়কদের জন্যে আফসোসের ইন্ডিয়ান ইমো হবে!
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:২৫


ময়ূরী আর আজকের বি.জে
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:২৫
১, সিনেমার নায়িকারা সুন্দরী হয় কেন? ---

আটা ময়দা মাখিতে মাখিতে আর নায়িকা মানে ল নায়িকার মত চেহারা তাই
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:২৯
আমি আত্মহত্যা করে মরবো তবু ময়ুরীর মত মুটা নায়িকার লগে গান গাইবোনা
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৫:১৯
জীবনে কয়টা জলুদ রঙের ফুল দেখছ? নাম বল
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:২১
জলুদ রঙের দেখিন। এটা আফরোজা হক দেখেছেন উত্তর তার কাছে আছে।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:২৭
মাট্র একটা দেখছি সখি,
কবির ভাই ডাইকা নিয়া দেখাইছে;
এখন আবার মিছা কথা কয়......
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:৩০
আমি কিছু দেখিনি( স্বরাষ্ট্রমন্ত্রীর ইমো হবে!)
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:৩০
এই রংটা চোহে দেহি নাই লো বুড়ি!
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:৪০
ঐটা হলুদ রং হবে গো দাদু.......
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:২৪
আজ সকালে কী খান নি?
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:২৬
যেটা আপনি খাইছেন
বউয়ের হাতের মাইর
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:২৯
বউরে দাক দিমুনি?
কই গো?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:৩২
১২ টায় সকালের খাবার। দুইটায় দুপুরের খাবার
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:৩২
ঘুমায় গো ঘুমায়

kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:৩৪
আমার বউ এভাবে ঘুমায় না!
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:৩২
সিলেট গিয়েছেন কখনো? ( প্রশ্নটা সবার জন্যে)
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:৩৫
না।

লইয়া যাইবেন নি? (শুধুমাত্র আপনার জন্য)
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:৩৯
হ্যা, কনফার্ম করা হলো।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:৪০
না
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৮ আগস্ট ২০১০, ১৫:৩৪
বাড়ি যাতি হবি নানে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:৪১
ঘুম আহে
pabits ছেলেবেলা০৮ আগস্ট ২০১০, ১৫:৪৭
কিতা কইতাম রে বাই।
rubel84 রুবেল আহমদ ০৮ আগস্ট ২০১০, ১৫:৩৬
আপনার আদর্শ ব্যক্তি কে ?
মানুষের ব্যক্তিত্ব কিসে প্রকাশ পায় বলে মনে করেন। আপনার ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
আপনি নিজেকে কি একজন সফল মানুষ মনে করেন? করলে আপনার সফলতার পেছনের কারনটা কি?
কাওকে জীবনে সফলতা পেতে অন্য কারও অনুপ্রেরনা কতখানি কাজ করে বলে মনে করেন? আপনার জীবনে এমন কেও কি ছিলেন?
কখন একজন মানুষকে আপনি বন্ধু মনে করেন?
কখন একজনকে আপনি অপছন্দ করেন?
আপনার জীবনের স্মরনীয় স্মৃতি কি?
কাওকে কি কখনও ভালবেসেছেন?
মানুষের পৃথিবীর সময়টাকে আপনি কিভাবে দেখেন?
পৃথিবীর সময়টাকে সত্যিকার অর্থে মানুষকে কি করা উচিৎ।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:৫৬
আপনার আদর্শ ব্যক্তি কে ?--------নেলসন ম্যান্ডেলা

মানুষের ব্যক্তিত্ব কিসে প্রকাশ পায় বলে মনে করেন। আপনার ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?---ব্যক্তিত্ব প্রকাশ পায় তার চালচলন, কথাবার্তা, আচারণ ,আর সত্যবলর প্রবনতা থেকে । আমার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ আমি স্বল্পভাষী, এবং অকারন হাসি না,এবং যথা সম্ভব সত্যটা বলার চেষ্টা করি সব কিছুতেই।

আপনি নিজেকে কি একজন সফল মানুষ মনে করেন? করলে আপনার সফলতার পেছনের কারনটা কি?----না আমি সফল নই।
।কারণ আমি কারো জণ্য এখনো তেমন কিছু করতে পারিনি

কাওকে জীবনে সফলতা পেতে অন্য কারও অনুপ্রেরনা কতখানি কাজ করে বলে মনে করেন? আপনার জীবনে এমন কেও কি ছিলেন?------অনুপ্রেরণটা অবশ্যই বহুলাংশে প্রোয়োজণ আমি মনে করি। আমার জীবনে কেউ ছিলনা এমন

কখন একজন মানুষকে আপনি বন্ধু মনে করেন?---- যখন তার সাথে আমার মতের মিল দেখি

কখন একজনকে আপনি অপছন্দ করেন?---- যখন দেখি সে মানুষ হিসেবে তার মানুষ নামের মরযাদা হারিয়ে ফেলেছে


আপনার জীবনের স্মরনীয় স্মৃতি কি?----- আমার ভাইয়ের অকাল মৃত্যু (তখন তার ত্রিশ)

কাওকে কি কখনও ভালবেসেছেন?---হুম! তবে স্রোতে গা ভাসিয়ে নয়।যথেষ্ঠ শ্রদ্ধার সাথে।

মানুষের পৃথিবীর সময়টাকে আপনি কিভাবে দেখেন?---এক দিকে সুন্দর। অন্য দিকে কুৎসিত। মানুষ যখন পশুর থেকে নিৎকৃষ্ট হয়ে যায় তখন পৃথিবীকে ঘৃনা লাগে

পৃথিবীর সময়টাকে সত্যিকার অর্থে মানুষকে কি করা উচিৎ।-----মানুষ মানুষের জন্য।সব মানুষ সমান। এই নিয়ম মেনে যা কিছু প্রয়োজন তাই করা উচিত
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:৩৬
সবার প্রশ্নের স্টক কী ফুরাইয়া গেলো?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:৪২
আপনার কি মনে হয়?
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:৪৭
মনে হয় শ্যাষ!

আপনি এবার শুরু করেন।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৫:৫৭
banglarbibek বীর বাহাদুর বলবল সিং০৮ আগস্ট ২০১০, ১৫:৪৪
ভাইরে তিন মিনিটে তিনবার লাইন কেটে যায়,,,,,এখন আছে,,,গতির কারনে মনে হয়,,,

যাই হোক,,,,সময় পেলেই কোপামু প্রশ্ন নিয়া,,,,,গুরুজী আর ডাকাত্তারনী গেল কই,,,,,,রান্না ঘরে নাকি? কি রান্না করে,,,,পটল ভাজী নাকি?
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:৪৫
বহুদিন পর পটলভাজি খাইয়া বুঝি লোভ জন্মাইয়া গেছে !
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৫:৫০
১, পটল আর পটল তোলার মধ্যে কী সম্পর্ক?
২, পটল ভাজিতে লবণ না দিলে কেম হবে?

(বীর ভাইয়ের পটলভাজির সূত্র ধরে)
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৬:০০
১, পটল আর পটল তোলার মধ্যে কী সম্পর্ক?------- পটল খাইলে আপনি এমন থাকবেন আর পটল তুললে থাকবেন এমন


২, পটল ভাজিতে লবণ না দিলে কেম হবে?--------মন্দ না। একটু মিষ্টি লাগবে বরং।
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ১৫:৫০
ও দাদু,
তুমি যে চারটা ঘোড়া পূর্ব,পশ্চিম,উত্তর, দক্ষিণ এই চার দিকে মুখ করে বান্ধলা,
আবার যে একটা গামলায় করে তাদের ভিঁজা ছোলা[বুট] খেতে দিলা, তারা খাবে ক্যামনে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৮ আগস্ট ২০১০, ১৬:০৩
ঘড়ির কাটার বিপরীতে ঘুরে খাইবে
kabiraahmed কবির য়াহমদ০৮ আগস্ট ২০১০, ১৬:১১
আবার দেখা হবে।
এখন ফোরামের প্রোগ্রামে যাচ্ছি।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৯ আগস্ট ২০১০, ২২:৪৭
shajedunnahar সাজেদুন নাহার০৮ আগস্ট ২০১০, ১৬:৫৩
নামাজ পড়তে কেমন লাগে?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৯ আগস্ট ২০১০, ২২:৪৯
কমুনা
abduljobbarjoy আকাশ আজকে কাঁদুক আমি কিছু বলব না০৮ আগস্ট ২০১০, ১৬:৫৭
বন্‌ধু
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৯ আগস্ট ২০১০, ২২:৫০
abida সুলতানা০৮ আগস্ট ২০১০, ১৭:০৪
দুপুরে খাওয়া দাওয়া করেছেন তো?
আজ তরকারি কি ছিল?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৯ আগস্ট ২০১০, ২২:৫১
মাছ আর ভাত
afrozahaque আফরোজা হক০৮ আগস্ট ২০১০, ২২:৫৭
দাদু,
তোমার জন্য তোমার প্রিয় নীল প্রজাপতিঃ

dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৯ আগস্ট ২০১০, ২২:৫৩
ধন্যবাদ
nefaulhossainrafel রাফেল০৯ আগস্ট ২০১০, ০০:৪০
অভিনন্দন।
কেমন আছেন?
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য০৯ আগস্ট ২০১০, ২২:৫৫
ধন্যবাদ আপনাকে। ভাল আছি আমি। শুভ কামনা ভাল থাকুন রাফেল।
mdjakirhosain ভালবাসার দেয়াল০৯ আগস্ট ২০১০, ০৩:০৫
অভিনন্দনঅরন্য
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য১০ আগস্ট ২০১০, ০৮:৫১
শুভেচ্ছা
zhsoykot জেড এইচ সৈকত০৯ আগস্ট ২০১০, ১০:০৫
বাইরে যাব তাই প্রশ্ন না করে শুভকামনা জানিয়ে গেলাম। কাল থাকতে পারিনি বলে দু:খিত।
dhusorbikel841 সপ্তর্ষি অরন্য১০ আগস্ট ২০১০, ০৮:৫২
ধন্যবাদ

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment