মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৮ ভাদ্র, ১৪২১ সাইনইন | রেজিস্টার |bangla font problem

বালুচরের গান-১০৪- ভালবাসায় প্রথম আলোলিখেছেন বালুচর | ০১ সেপ্টেম্বর ২০১৪, ১০:২১ | সংগীত

কেমন করে বুঝাই মোরা বাসি তোরে ভালো
হৃদয়খানি জুড়ে আছিস তুইরে প্রথম আলো।

কেন যে তুই বিদায় নেবে
ভালবাসা কে আর দেবে
মোদের কেন পর ভাবিয়া
মন করিলি কালো ।
হৃদয়খানি জুড়ে আছিস তুইরে প্রথম আলো।।

কেমনে জানাই মনের ব্যথা
কত স্মৃতি কত কথা
কেমনে দেখাই প্রাণ খুলিয়া
তোরে বাসি ভালো ।
হৃদয়খানি জুড়ে...
Comment৮ টি মন্তব্য | ৬৪ বার প্রদর্শিত | বালুচর -এর ব্লগবিস্তারিত

বালুচরের গান-১০৩লিখেছেন বালুচর | ২৭ আগস্ট ২০১৪, ১৪:১৬ | সংগীত

খুঁজে গেলাম অলিগলি, পেলাম নারে তোরে
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।

ছুটছে মানুষ ছুটছে গাড়ি
কে দেবে কার আগে পাড়ি
ধাক্কা খেয়ে হঠাৎ দেখি ছিটকে গেছি পড়ে।
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।

রাজপথে নয় গাড়িঘোড়া
হাঁটছে মানুষ জোড়াজোড়া
চাইলে কী আর পাইরে তোরে লাখো লোকের ভীড়ে।
ক্যামনে...
Comment০ টি মন্তব্য | ২৮ বার প্রদর্শিত | বালুচর -এর ব্লগবিস্তারিত

।। দেশ গান ।।লিখেছেন আহমেদ রুহুল আমিন | ২১ আগস্ট ২০১৪, ০৯:৪০ | সংগীত

।। দেশ গান-১।।

নদীতীরে কাশবন,
শ্যামলঘন বাঁশবন,
ঢেউ খেলানো জোছনা রাতে-
আকাশে চাঁদ হাসে /
গাঁয়ের বধুর নোলক যেথা,
লজ্জারাঙ্গা নক্সীকাথা,
অচীন দেশে সচিন মাঝির-
নৌকা যেথায় ভাসে,
সেই দেশেতে জন্ম মোদের-
এইসে সোনার দেশে ।
ভাওয়াইয়া আর ভাটিয়ালী,
গেয়ে মধুর গানের কলি,
কিষান...
Comment১ টি মন্তব্য | ৫৪ বার প্রদর্শিত | আহমেদ রুহুল আমিন -এর ব্লগবিস্তারিত

আমার পুড়া দেহ আর পুড়িস না © লিখেছেন মেজদা | ১৮ আগস্ট ২০১৪, ০৯:৫৭ | সংগীত

আমার পুড়া দেহ আর পুড়িস না ©আমার পুড়া দেহ আর পুড়িস না
ভাসাইয়া দে নদীতে
আমি যাবো বন্ধুর দেশে
ভাসিতে ভাসিতে।।

জীবন ভরা সাধ ছিল
থাকবো কাছাকাছি।
ভালোবেসে গাইবো গান
বসে পাশাপাশি।
হইলো না আর...
Comment২৪ টি মন্তব্য | ১৭৩ বার প্রদর্শিত | মেজদা -এর ব্লগবিস্তারিত

যাচ্ছো তুমি কোন দেশেতে বাইয়া © লিখেছেন মেজদা | ১৩ আগস্ট ২০১৪, ২১:১১ | সংগীত

যাচ্ছো তুমি কোন দেশেতে বাইয়া ©মাঝিরে ----------------------
যাচ্ছো তুমি কোন দেশেতে বাইয়া।।
প্রানবন্ধুরে পাইলে তুমি
খবর কইও যাইয়া।।

কোন দেশেতে আছো বন্ধু
গেছো কোন কারণে
মনের জ্বালা বিষম জ্বালা...
Comment৬০ টি মন্তব্য | ২৭৪ বার প্রদর্শিত | মেজদা -এর ব্লগবিস্তারিত

বালুচরের গান-১০২লিখেছেন বালুচর | ১৩ আগস্ট ২০১৪, ২১:০৮ | সংগীত

সংসার নামের সুখ সাগরে দিয়ে ডুব সাঁতার
না পাইলায় মানিক্যরতন না পাইলায় কিনার ।।

সারা জনম বাইলায় মাঝি
উল্টো স্রোতে দাড়
কেমনে মিটাইবে তোমার
মহাজনের ধার ।
না পাইলায় মানিক্যরতন না পাইলায় কিনার ।।

সুখ নামের ঐ সুখপাখিরে
খুঁজে হইলায় সার
কোনদিন আসি বলবে দূতে
নাইরে সময় আর ।
না পাইলায়...
Comment১৪ টি মন্তব্য | ১১০ বার প্রদর্শিত | বালুচর -এর ব্লগবিস্তারিত

আমাদেরই বাংলাদেশ । লিখেছেন রুবিনা মজুমদার | ০৯ আগস্ট ২০১৪, ১২:৫০ | সংগীত

লক্ষ কোটি সবুজ গ্রাম
হাজার হাজার তার নাম ।
এইতো আমার নীড় ,
এখানে জন্মেছে কতো বীর ,
এইতো আমার বাংলারে ...
আমাদেরই বাংলাদেশ ।
মায়ের মমতায় ঘেরা ,
বাবার ছায়া সর্বসেরা ।
বোনের স্নেহের বাঁধনে ,
ভাই এর আদরের শাসনে ।
এই জীবনের পথচলা ,
দু'চোখে রঙ্গিন স্বপ্ন বোনা ।
এইতো আমার নীড়
এখানে জন্মেছে...
Comment১০ টি মন্তব্য | ১৩৬ বার প্রদর্শিত | রুবিনা মজুমদার -এর ব্লগবিস্তারিত

আধুনিক গান ..লিখেছেন আহমেদ রুহুল আমিন | ০৮ আগস্ট ২০১৪, ১০:২৬ | সংগীত

বন্ধুরে ……
তোমার আঘাতে হৃদয় আমার পাথর হয়েছে আজ ,
সেই পাথরে খোদাই করা তোমার কারুকাজ ।
যখন স্বপ্ন ছিল…
রংগীণ আমার ভুবন জুড়ে সুখের লগ্ন ছিল ।
সেদিন হয়েছে গত…..
তোমার চোখযে এ বুকের পাজরে তীর হানে অবিরত ।
তবে কেন ভাল বেসেও আমায় সুদুরে রেখেছ আজ ,
তোমার আঘাতে হৃদয় আমার পাথর হয়েছে আজ ,
সেই...
Comment৪ টি মন্তব্য | ৯৫ বার প্রদর্শিত | আহমেদ রুহুল আমিন -এর ব্লগবিস্তারিত

ভীষন গরমে আছি মরমে ©লিখেছেন মেজদা | ০৮ আগস্ট ২০১৪, ১০:২৬ | সংগীত

ভীষন গরমে আছি মরমে ©


ভীষন গরমে আছি মরমে
ভিজাতে চাই এই মন
তুমি কোথায় এসো হেথায়
বৃষ্টিতে ভিজবো দুজন।।

ঝড়ো হাওয়া যাবে পাওয়া
বৃষ্টির ঠিকানা
খোলা দুয়ার আসুক আবার
পাগল উন্মাদনা।
ভিজবো আর গাইবো
মিলবো আর...
Comment৭৩ টি মন্তব্য | ৩২৯ বার প্রদর্শিত | মেজদা -এর ব্লগবিস্তারিত

ইনসানুল কবির গান - ১লিখেছেন ইনসানুল কবি | ০৮ আগস্ট ২০১৪, ১০:২৬ | সংগীত

আমার সাধন হল না . . . . .
আপন ঘরে মক্কা মদিনা

মাটির দেহ বানাই হরি
তাহাতে নূর রাখল পূরি
শাস্ত্র কহে দেখরে মনা
দুই নূরের এক বসত খানা

প্রেম চিত্তে কর সন্ধান
হালে ধর গুরুর বিধান
একা সেথা যাইতে মানা
গুরু থাকলে নির্ভাবনা

রেজভীশাহ কয় ওরে আমান
জানলিনা তুই কোন সে বিধান
জ্ঞান বিনা তোর...
Comment৩ টি মন্তব্য | ৮৬ বার প্রদর্শিত | ইনসানুল কবি -এর ব্লগবিস্তারিত

বালুচরের গান-১০১লিখেছেন বালুচর | ০৫ আগস্ট ২০১৪, ১৬:২১ | সংগীত

ভবসাগরে ভাসাই তরী
দিবানিশি খুঁজে ফিরি-
পার করিয়া নিও দয়াল কুদরতে তোমার
তুমি ছাড়া দু’জাহানে কে আছে আমার ।

উঠছে মনে শঙ্কা ভারী
দয়াল তুমি হও কান্ডারি
তোমার কৃপায় দূর করিও নিশি অন্ধকার
তুমি ছাড়া দু’জাহানে কে আছে আমার ।

হিসাঁবে মোর শুণ্য জমা
চাইগো দয়াল তব ক্ষমা
রহমতের নদীয়া মাওলা,...
Comment১১ টি মন্তব্য | ১১৫ বার প্রদর্শিত | বালুচর -এর ব্লগবিস্তারিত

দারুন জ্বালালিখেছেন মোহাম্মদ-রহমান | ০৫ আগস্ট ২০১৪, ১০:৪৫ | সংগীত

কান্দি দিনে রাইতে
সুখের ঘরে দুঃখের ছোঁয়া বইছে।
দারুন জালা মনে আমার
কান্দি দিনে রাইতে
মনে আমার দারুন জালারে।

যার লাগি মোর.....মন কান্দে কই গেলে পাই তার দেখা।
এদিক ওদিক ছুইটা দেখি কোথাও মিলে না দেখা
তার লাগি মোর মন কান্দে
কই গেলে পাই তার দেখা।

কি করি এয়াই মনটা নিয়া, মন তো মানে না।...
Comment২ টি মন্তব্য | ৮৭ বার প্রদর্শিত | মোহাম্মদ-রহমান -এর ব্লগবিস্তারিত

বন্ধুলিখেছেন মো: মালেক জোমাদ্দার | ০৪ আগস্ট ২০১৪, ০৯:১৪ | সংগীত

গগন জুড়ে মেঘেরা উড়ে
সূর্য্যের সাথে লুকোচুরি করে
এমন দিনে বন্ধু বিনে
হৃদয় আনচান করেরে।।
মায়ার জালে বাঁধিলাম তারে
নয়ন বারি সদা ঝরে
সে বিহনে হৃদয় কোণে
ছটফট সদা করেরে।।
মেঘমুক্ত গগনে উজ্বলা স্বপনে
শ্রাবণ দিনে বন্ধু বিনে
ভাল নাহি লাগেরে।।
Comment৬ টি মন্তব্য | ১১৬ বার প্রদর্শিত | মো: মালেক জোমাদ্দার -এর ব্লগবিস্তারিত

বালুচরের গান-১০০লিখেছেন বালুচর | ০১ আগস্ট ২০১৪, ১৭:৩৩ | সংগীত

(আলোর ব্লগে আমার শততম গানের পোস্টের জন্য আল্লাহর কাছে শোকরিয়া জানাই)

মাটি দিয়ে আদম গড়ে জ্বীনকে ছাড়লে পিছে
বুঝেছি বুঝেছি মাওলা মতলব তোমার কিসে।।

রোজ হাশর পর্যন্ত জ্বীনের
দিলে অবকাশ
বিপথগামী করার লাইসেন্স
কোরানে প্রকাশ ।
সবই পারে করতে জ্বীনে অভিশাপের বিষে।
বুঝেছি বুঝেছি মাওলা মতলব...
Comment১০ টি মন্তব্য | ১২১ বার প্রদর্শিত | বালুচর -এর ব্লগবিস্তারিত

ক্ষমা কর মাওলালিখেছেন সানজিদুল হাসান | ২৪ জুলাই ২০১৪, ০৯:৩২ | সংগীত

মাওলা ক্ষমা কর আমায়, রহম কর
তোমার পথের বিপথ গামি, আমায় তুমি ধর
ক্ষমা কর মাওলা, রহম কর

ভরসা আছে, তবু হতাস নাদান মন
আমায় তুমি শুদ্ধ কর, করে গ্রহন
মাওলা ক্ষমা কর আমায়, রহম কর
একটু দয়া কর খোদা, আমায় মুমিন কর
ক্ষমা কর মাওলা, রহম...
Comment২ টি মন্তব্য | ৭৮ বার প্রদর্শিত | সানজিদুল হাসান -এর ব্লগবিস্তারিত

মানব ধর্মলিখেছেন বিপ্লব মন্ডল | ২৩ জুলাই ২০১৪, ০৯:৫৬ | সংগীত

পোড়ানোর ধর্ম আগুন জানে
ভেজাতে সেতো জলই পারে
মানুষের ধর্ম মানবতার তরে
মানুষ হয়ে সেও বুঝলি না
সৎ কর্ম বিনে মুক্তি মিলবে না...
ইসলাম,বৌদ্ধ,হিন্দুর ভিড়ে
মানুষ পাব কোথায় গেলে
ওরে আগুন কি আর জাতরে চেনে
কাছে গেলেই পুড়িয়ে মারে
মানব তুই তোর ধর্ম বুঝলি না
ওরে মানব কর্ম বিনে মুক্তি মিলবে...
Comment৬ টি মন্তব্য | ১১৪ বার প্রদর্শিত | বিপ্লব মন্ডল -এর ব্লগবিস্তারিত

সুখ- দুঃখ লিখেছেন রুবিনা মজুমদার | ১৯ জুলাই ২০১৪, ২১:১৬ | সংগীত

সুখ দিয়ে কি দুঃখ ভুলা যায় -- ও মনরে
সুখ দিয়ে কি দুঃখ ভুলা যায় ?
সুখ চলে সুখের পথে
শুধু দুঃখগুলো কথা বলে ।
জীবনের এই তীরে তীরে
সুখ - দুঃখ আছে ঘিরে ।
সবকিছু একদিন হবে অবসান
যেদিন যাবে চলে পরপারে ।।
ও মনরে ---
সুখ দিয়ে কি দুঃখ ভুলা যায় ?
অবাক করা এই পৃথিবীতে
চলেছি কতো রীতি -...
Comment২০ টি মন্তব্য | ১৯৭ বার প্রদর্শিত | রুবিনা মজুমদার -এর ব্লগবিস্তারিত

বালুচরের গান(সহেনা সহেনা মাগো)-৯৯লিখেছেন বালুচর | ১৬ জুলাই ২০১৪, ০৯:৫০ | সংগীত

কান্দি আমি একা একা ঘুমে জাগরণে
সহেনা সহেনা মাগো আমার এ পরানে।।

আসলে ভবে যেতে হবে
এই তো দুনিয়ার রীতি
তবু দূরে যায়না কেন
সংসারের পিরিতি ।
হ্নদয় বীণার তার ছিঁড়ে যায় তোমারই প্রয়াণে।।

রাত জাগিয়া কুপি জ্বেলে
বসবেনা কেউ আর
বাড়ি ফিরে দেখবোনা মা
চন্দ্র মুখ তোমার ।
কে করিবে ভৎসনা মা...
Comment২৬ টি মন্তব্য | ১৯০ বার প্রদর্শিত | বালুচর -এর ব্লগবিস্তারিত

মানব রঙ্গিলা ।(গান ) লিখেছেন রুবিনা মজুমদার | ১২ জুলাই ২০১৪, ১৯:৩০ | সংগীত

রুবিনা মজুমদার
ওরে ঐ ওরে ঐ মানব রঙ্গিলা
--- তুমি কেন খুঁজে বেড়াও
সবার মনের আঙিনা ?
--- তোমার একটা মন , তুমি একলা জন
তবু কেন ছুঁতে চাও সবার মন ?
---- মন কি ?
ছেলের হাতের মোয়া
-- মন চাইলে কি যায়রে পাওয়া ?
আগে বুঝে নাও তুমি,
মনেরই ধরন
----- মনে মনে করো তুমি মনেরই সাধন
যে বুঝিবে তোমার...
Comment২১ টি মন্তব্য | ২৩২ বার প্রদর্শিত | রুবিনা মজুমদার -এর ব্লগবিস্তারিত

হিজড়াদের জন্য গানলিখেছেন শ‍হীদুল ইসলাম প্রামানিক | ১১ জুলাই ২০১৪, ২১:৫৭ | সংগীত

তোমাদের মতই মোরা জন্মেছি ভবে
নই তো নারী পুরুষ-- মানুষ তবে

বিধাতার লীলা খেলা বোঝা বড় ভার
হিজড়া হয়ে জন্ম নেয়ায় নাই তো সংসার
দেহ, প্রাণ, মনও আছে সুখ নাই তবে
তোমাদের মতই মোরা জন্মেছি ভবে

রঙে রসে ঘুরিফিরি, যত কিছু খাই
মোদের...
Comment২০ টি মন্তব্য | ২২৫ বার প্রদর্শিত | শ‍হীদুল ইসলাম প্রামানিক -এর ব্লগবিস্তারিত

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment