শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০১৪, ৪ আশ্বিন, ১৪২১ সাইনইন | রেজিস্টার |bangla font problem


প্রকৃতির বন্ধুরা সবআমার কিছু বন্ধু আছে, ওরা সবাই অনেক ভালো,
সবাই আমায় বুঝতে পারে, আমার মনের কষ্টগুলো।
বন্ধুরা সব থাকে পাশে, রাখে আমায় চোখে চোখে,
কেউ না কেউ কাছে এসে, আনন্দ দিয়ে ভরিয়ে রাখে।

বন্ধু আমার ভোরের আকাশ, ভোরবেলাতে দেয় জাগিয়ে,
সূর্য উঠার সময় হলেই, কোথায় যে ছুটে যায় পালিয়ে।
ভোরের আকাশ খুবই মিষ্টি, ফুটফুটে যেন মেয়ে একটা,
ওকে দেখতে পেলে, ভালই কাটে আমার সমস্ত দিনটা।

বন্ধু আমার বাতাস, থাকে সে দুরুন্ত ভাব নিয়ে,
মনটা আমার করে দেয় ভালো, ওর পরশ দিয়ে।
বাতাস হলো দুষ্ট ভীষণ, যেন চটপটে একটা ছেলে,
আসা-যাওয়ার মাঝেই থাকে, আর লুকুচুরি খেলা খেলে।

বন্ধু আমার মেঘ, সে তো থাকে সেই সুদূরেতে,
খুঁজে বেড়াই তাকে আমি, মন খারাপের দিনগুলোতে।
মেঘ যখন বুঝতে পারে, আকাশ কালো করে আসে,
দরাজ গলায় ডেকে উঠে, আমার ঘরের কাছে এসে।

বন্ধু আমার বৃষ্টি, সে তো ঐ মেঘের সাথেই থাকে,
আমার কষ্ট দেখে, তার চোখের জলে বুক ভাসাতে থাকে।
মেঘ-বৃষ্টি দুজন মিলে চেষ্টা করে, রাখে আমায় ধরে,
আমার সকল কষ্টগুলো, তারা ধুয়ে-মুছে দূর করে।

বন্ধু আমার জোৎস্নারাত, শুধু মিষ্টি করে হাঁসে,
আমায় উদাস দেখলে পরেই, এসে আমার পাশে বসে।
ঘুমের মাঝে জোৎস্না আসে, অনেক স্বপ্ন নিয়ে,
স্বপ্নে আমরা দোলনায় দুলি স্বপ্নীল দোলনা দিয়ে।

মেঘ-বৃষ্টি, আকাশ, আর স্নিগ্ধ চাঁদের আলো,
বলতে পারি ওরাই আপন, বাসে আমায় ভালো।
বন্ধুরা এসে দেয় মুছে, আমার চোখে জল আসিলে,
এখন আমি ভালই আছি, ওদের সাথে হেঁসে খেলে।

প্রকৃতির বন্ধুরা সব, রাখেনা আমায় একা ফেলে,
মানুষের মত নয়তো ওরা, দুরে দেয়না কখনো ঠেলে।
বন্ধুদের কেউ থাকিলে কাছে, হয়না আমার একা হতে,
এখন আমি ওদের নিয়েই থাকি যে অনেক আনন্দেতে।
২৮ টি মন্তব্য
fardousha ফেরদৌসা২৬ জানুয়ারি ২০১৩, ০৩:২০
প্রকৃতির বন্ধুরা সব, রাখেনা আমায় একা ফেলে,
মানুষের মত নয়তো ওরা, দুরে দেয়না কখনো ঠেলে।
বন্ধুদের কেউ থাকিলে কাছে, হয়না আমার একা হতে,
এখন আমি ওদের নিয়েই থাকি যে অনেক আনন্দেতে।প্রকৃতির বন্ধু কিন্তু সাময়িক সময়ের জন্য সঙ্গ দিতে পারে।

মানুষ বন্ধুই কিন্তু আমাদের সব সময় দরকার
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জানুয়ারি ২০১৩, ০৪:১৪
মানুষ বন্ধুই কিন্তু আমাদের সব সময় দরকার।

হুম। সুন্দর বলেছে তো। কিন্তু সব সময় বন্ধুরা থাকেনা তো তাই। ধন্যবাদ মিতা আপনার সুন্দর মন্তব্যের জন্য। সব সময় পাশে থাকবেন।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন২৬ জানুয়ারি ২০১৩, ০৩:৫৬
সুন্দর কবিতা । এভাবে ভাবিনি । আসলে মানুষ বন্ধু নিয়ে বেশ তৃপ্ত আমি ।
শুভেচ্ছা নিবেন আপু ।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জানুয়ারি ২০১৩, ০৪:৩৫
ধন্যবাদ আপু। আসলে আমারও প্রকৃতির কথাগুলো মনে আসছিল তাই লিখেছিলাম। আর কিছুইনা। পাশে থাকবেন। আপনাকেও শুভেচ্ছা।
Shongkhobas সেলিনা ইসলাম২৬ জানুয়ারি ২০১৩, ০৫:৩৮
প্রকৃতি বন্ধুদেরকে ভালবাসা দিলে এরা আরো বেশী ভালবাসা দেয় । আমাদেরকে এই বন্ধুরা ভালবাসলেও আজ আমাদের অবহেলার দরুন এই বন্ধুরা এই ধরণীকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে! মানুষ বন্ধুকে ভালবাসা দিলেও বেঈমানী করার আশঙ্কা থাকে এমনকি ছেড়ে যায় কিন্তু এই বন্ধুকে যত ভালবাসা যায় তত বেশী পাওয়া যায়।
আজ আমরাই (মানুষরাই)এই প্রকৃতিকে শেষ করে দিচ্ছি। কবিতা ভাল লাগল। এই থিমে লেখার জন্য অনেক ধন্যবাদ শুভকামনা রইল
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জানুয়ারি ২০১৩, ০৬:৪৬
সত্যিই আপনি অনেক মূল্যবান কথাগুলো বল্লেন। ভীষণ ভাল লাগল। আমার অবশ্য তেমন ভাল লিখা হয়না জানি তবুও চেষ্টা করছি মাত্র লিখতে। আপনার অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা আর শুভকামনা রইল। আশা করি পাশেই থাকবেন আপু। ভাল থাকুন।
asrafulkabir আশরাফুল কবীর২৬ জানুয়ারি ২০১৩, ১১:৩২
আমার কিছু বন্ধু আছে, ওরা সবাই অনেক ভালো,
সবাই আমায় বুঝতে পারে, আমার মনের কষ্টগুলো।
বন্ধুরা সব থাকে পাশে, রাখে আমায় চোখে চোখে,
কেউ না কেউ কাছে এসে, আনন্দ দিয়ে ভরিয়ে রাখে।

#সুন্দর বর্ণনা এসেছে প্রকৃতির বন্ধুরা সব কবিতাটিতে, অভিনন্দন আপনাকে ফেরদৌসী বেগম, শুভেচ্ছা

#প্রাকৃতিক বন্ধুদের চিত্রায়ন ভাল লেগেছে, এসেছে হৃদ্যতার ব্যাপারটি, বন্ধুরা সব মানুষের তৈরী করা আগ্রাসন থেকে সুস্থ এবং সুন্দর থাকুক, এ প্রত্যাশা

#অফটপিক: মডারেটর বরাবর মেইল করে নামটি বাংলায় রূপান্তর করে নিতে পারেন।
Maeen মাঈনউদ্দিন মইনুল২৬ জানুয়ারি ২০১৩, ১১:৩৭
কবিতার বক্তব্য সুন্দর। প্রকৃতিকে বান্ধব বানাতে পারলে সত্যিই অনেক শান্তি পাওয়া যায়। আমরা সকলেই প্রকৃতির সন্তান, তাই স্বাভাবিকভাবেই প্রকৃতিতে স্বস্তি পাই। মানুষ বান্ধবরা একা ফেলে দিলেও প্রকৃতি তার সন্তানকে সব সময়ই আগলে রাগে।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০০:২০
আশরাফুল কবীর ভাই, আপনার অসাধারণ আর সুন্দর কথাগুলো সত্যিই ভাল লেগেছে। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু জানেন, এখানকার সবার লিখাগুলো পড়লে তখন আমার লিখাগুলো কিছুই বলে মনে হয়না। ঠিক আছে ভাই, অফটপিকে গিয়ে চেষ্টা করবো। বলার জন্য আবারও ধন্যবাদ। ভাল থাকুন।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০০:২৯
অসংখ্য ধন্যবাদ মইনুল ভাই। ভাল লাগল আপনার সুন্দর কথাগুলো। জানি আপনাদের মত কোনদিনই লিখেতে পারবনা তবুও দোয়া করবেন ভাই যেন লিখার চেষ্টা করতে পারি।ভাল থাকুন।
kabiraahmed কবির য়াহমদ২৬ জানুয়ারি ২০১৩, ১২:৩১
লিখতে থাকুন। শুভকামনা
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০০:৩৪
উৎসাহ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন। আপনার জন্যও শুভকামনা।
shsiddiquee ছাইফুল হুদা ছিদ্দীকি২৬ জানুয়ারি ২০১৩, ১২:৫৯
অসধারন লেখনী।প্রকৃতি আমাদের বন্ধু।
প্রকৃতি বাচঁলে আমরা বাচবো।
আপনাকে অশেষ ধন্যবাদ।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০০:৩৮
চলুননা আমরা সবাই মিলে আবারও নুতন করে প্রকৃতিকে ভালবাসতে শুরু করি প্রাণ দিয়ে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
sufialam মু. সুফী আলম২৬ জানুয়ারি ২০১৩, ১৩:৩৫
প্রকৃতির বন্ধুরা সব, রাখেনা আমায় একা ফেলে,
মানুষের মত নয়তো ওরা, দুরে দেয়না কখনো ঠেলে।
বন্ধুদের কেউ থাকিলে কাছে, হয়না আমার একা হতে,
এখন আমি ওদের নিয়েই থাকি যে অনেক আনন্দেতে।


আপনার লেখায় প্রান আছে ।
সত্যি অসাধারন ।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০০:৪১
হুম। কেমন লিখি আমি জানিনা ভাই, তবে লিখার চেষ্টা করছি মাত্র। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
KohiNoor মেজদা২৬ জানুয়ারি ২০১৩, ১৫:০৫
গাছ, লতা পাতা, পাক-পাখালী সহ সব আমাদের বন্ধু এবং আল্লাহ্‌ মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছে। তাই বন্ধু মোরা সবাই। ধন্যবাদ ফেরদৌসি আপু।

Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০০:৫৮
মেজদা, আপনি অসাধারণ লিখেন। সেরকম কখনো আমি হয়ত লিখতে পারবনা তবুও আপনাদের মত লোকদের দোয়া কামনা করছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনার সুন্দর ছবিটির জন্যও। ভাল থাকুন।
Maeen মাঈনউদ্দিন মইনুল২৬ জানুয়ারি ২০১৩, ১৫:১৪
প্রকৃতিকে বান্ধব বানাতে পারলে সত্যিই অনেক শান্তি পাওয়া যায়। আমরা সকলেই প্রকৃতির সন্তান, তাই স্বাভাবিকভাবেই প্রকৃতিতে স্বস্তি পাই। মানুষ বান্ধবরা একা ফেলে দিলেও প্রকৃতি তার সন্তানকে সব সময়ই আগলে রাখে।

কবিতার বক্তব্য সুন্দর।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০০:৫৬
অসংখ্য ধন্যবাদ মইনুল ভাই। ভাল লাগল আপনার সুন্দর কথাগুলো। জানি আপনাদের মত কোনদিনই লিখেতে পারবনা তবুও দোয়া করবেন ভাই যেন লিখার চেষ্টা করতে পারি।ভাল থাকুন।
elmaa জান্নাতুল ফেরদৌস জান্নাত ২৬ জানুয়ারি ২০১৩, ১৫:১৫
বাহ! সুন্দর কবিতা লিখেছেন তো আপু!
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০১:০২
ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছাও।
mitro আমি অনিমেষ মিত্র ২৬ জানুয়ারি ২০১৩, ১৫:২০
বন্ধু আমার বাতাস, থাকে সে দুরুন্ত ভাব নিয়ে,
মনটা আমার করে দেয় ভালো, ওর পরশ দিয়ে।
বাতাস হলো দুষ্ট ভীষণ, যেন চটপটে একটা ছেলে,
আসা-যাওয়ার মাঝেই থাকে, আর লুকুচুরি খেলা খেলে।


কি আর বলব । অসাধারণ । আর কিছু বলতে পারছিনা, ভালো কিছু পড়লে -যা আমার মনের অব্যক্ত কথা গুলোর প্রতিধ্বনি, আমার ভাষা হারিয়ে যায় ।

আপনাকে শুভেচ্ছা ।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০১:১১
লজ্জা পেলাম। মনে হচ্ছে আপনি বেশিই বলে ফেলেছেন, আসলে আমি তেমন ভাল লিখক নই। তবে দোয়া করবেন যেন ভাল কিছু লিখতে পারি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। ভাল থাকুন।
Jolrashi নুসরাত জাহান আজমি২৬ জানুয়ারি ২০১৩, ১৬:২৯
প্রকৃতি বন্ধুদের নিয়ে বেশ লিখেছেন তো.. ভালো লাগলো।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০১:১৪
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যে। আমারও ভাল লাগলো। সব সময় পাশে থাকবেন। ভাল থাকুন।শুভেচ্ছা।
Rabbani রব্বানী চৌধুরী২৬ জানুয়ারি ২০১৩, ১৯:০৫
" মেঘ-বৃষ্টি, আকাশ, আর স্নিগ্ধ চাঁদের আলো,
বলতে পারি ওরাই আপন, বাসে আমায় ভালো।
বন্ধুরা এসে দেয় মুছে, আমার চোখে জল আসিলে,
এখন আমি ভালই আছি, ওদের সাথে হেঁসে খেলে।"


সহজ কথায় কবিতার প্রকাশ, খুব ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০১:১৯
রব্বানী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আর আপনাদের মত গুণী লিখকের দোয়া কামনা করছি। আপনাকেও শুভেচ্ছা। ভাল থাকুন।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment