সোমবার ২১ এপ্রিল ২০১৪, ৮ বৈশাখ, ১৪২১ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

একটি আকাশে পৌঁছানোর ইচ্ছা। লেখালেখির আকাশে। বদলে যাও বদলে দাও

চলার পথে পথে নানান কথা – ৬লিখেছেন ২১ এপ্রিল ২০১৪, ১১:২৭ | বিবিধ

চলার পথে ব্লগের একজন লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি " আমরা চোখে যা দেখি তা সঠিক দেখি না। " তখন উদ্ধৃত বাক্যটি একটি অর্থহীন বাক্য মনে হয়।

অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে " আমরা চোখে যা দেখি তা সঠিক দেখি না। " তখন এ কথাটি একটি...
Comment১৭ টি মন্তব্য | ৬২ বার প্রদর্শিত | বিস্তারিত

চোখের পানির রঙলিখেছেন ১৯ এপ্রিল ২০১৪, ১২:১৪ | কবিতা

প্রেম শুদ্ধ হলে,
প্রিয় জনের চোখের পানির রঙ চেনা যায়
যখন কখনও তোমার চোখে
পানি ঝরে শ্রাবন কিম্বা আষাঢ়ের ধারায়

সে চোখের পানির যত রঙ
দেখতে পারি, চিনতে পারি পাকা জহুরীর মত।
নীল রঙ, হালকা বেগুনি
অথবা কচি কলাপাতার মত
যে রঙ হোক না কেন !
আর সে রঙেরই বা কী অর্থ !
যত দূরে থাকি না...
Comment২১ টি মন্তব্য | ১০৫ বার প্রদর্শিত | বিস্তারিত

বিশাখা একটি নদীর নাম লিখেছেন ১৭ এপ্রিল ২০১৪, ২১:২৬ | গল্প

এই তেইশ বছর বেশ দ্রুত কেটে গেল, এই সময়টিতে দানির ছোট্ট চাচা দেশে এসেছিল মোট ছয়বার, প্রথম যে বছর দানির চাচা জার্মানী থেকে দেশে আসল সে বছরই দানির জন্ম হলো, দানিউব নামটি দানির চাচাই রেখেছিল, জার্মানী তথা ইউরোপের বিখ্যাত নদীর নামে নাম দানিউব, দানিউব থেকে দানি।

দানিদের বা দানির পড়শী বিশাখা।...
Comment৪৩ টি মন্তব্য | ১৯১ বার প্রদর্শিত | বিস্তারিত

ভালোবাসার দেবীলিখেছেন ১৫ এপ্রিল ২০১৪, ২২:০৭ | কবিতা

কিবা এমন বয়সের ফাঁরাক ছিল !
বড় জোড় কয়েকটা বছরের আমি ছিলাম বড়,
তবে বুদ্ধিতে তাঁকেই বুদ্ধিমতী মনে হয়েছে ঢেড় ।

সেল ফোনের নাম্বরটা জানতে চাইলে সে বলতো
সামনে শূন্য দিয়ে মোট এগরোটা নাম্বার
ডায়েল করে যাবে, ঠিকই একদিন আমাকেই ফোনে পাবে তুমি।

পার্কে বসার একদিন সময় হবে কিনা জানতে...
Comment৪২ টি মন্তব্য | ১৮৭ বার প্রদর্শিত | বিস্তারিত

শুভ হোক বাংলা ধারায় নুতন বাংলা বছরের পথ চলা। লিখেছেন ১৫ এপ্রিল ২০১৪, ১১:৪৯ | বিবিধ

যে চেতনায় গতকাল বাংলা নব বর্ষ (পহেলা বৈশাখ ) পালন হলো তা গর্ব করার মত, বিশেষ করে অনেক দেশের তুলনায়, এর বিবরণ নানান ছবি দিয়ে বর্ণনা করার প্রয়োজন মনে করি না। গতকাল যে পহেলা বৈশাখ এটা আমাদের সকলের জানা বা জানা ছিল. তবে দুঃখজনক হবে হিসাব করতে যদি ভুলে যাই ঠিক কবে হবে পহেলা জ্যৈষ্ঠ !! কবে ১১ ই...
Comment২৮ টি মন্তব্য | ১৪০ বার প্রদর্শিত | বিস্তারিত

বছরের শেষ মাস চৈত্রের প্রথম সকালের আলোলিখেছেন ১৩ এপ্রিল ২০১৪, ১৫:১৩ | বিবিধ


আজ বাংলা বছরের শেষ মাস চৈত্রের প্রথম সকালের আলো যেন খেলা করেছে আপন মনে বিদায়ের কালে, বিদায় নিচ্ছে বাংলা ১৪২০, বছরের শেষ মাস চৈত্রের প্রথম সকালের কিছু আলো মাখা ছবি শেয়ার...
Comment৩৯ টি মন্তব্য | ২০৮ বার প্রদর্শিত | বিস্তারিত

স্মুতির সিন্দুকলিখেছেন ১৩ এপ্রিল ২০১৪, ১১:৩৯ | কবিতা

আজ চৈত্রের শেষ দিনের প্রথম সকালে
তোমাকে খুঁজেছি শুষ্ক পাতায় পাতায়-
যদি আসো পৌষের শিশির বিন্দুর মত
হয়তো এসেছিলে শিশির বিন্দুতে
ক্ষণিকে মিশিয়ে গিয়েছো আমারই স্মুতির সিন্ধুতে।


গেছে দিন, গেছে মাস, চলে গেছে যুগ
সবই গেছে, সবই ফুরিয়েছে,
শুধু ভরে আছে স্মুতির সিন্দুক।
Comment৩২ টি মন্তব্য | ১৬২ বার প্রদর্শিত | বিস্তারিত

প্রেমের মর্ম লিখেছেন ১২ এপ্রিল ২০১৪, ১৮:৩৫ | কবিতা

প্রেম আসে কি যায় !!
নাকি থেমে থাকে,
এ কথা ভাবায় আমায়
বহু কাল।

আকার বা আয়োতনে
কি এর বাহার !!
সীমা অসীম ছাড়িয়ে,
কি ছন্দ লয়-তাল।

সুখের জন্য নাকি !!
দুঃখের জন্য প্রেম
নানান অর্থ খুঁজা,
এসবই পুরাতন কথা।

প্রেম একবার আসে
শুধু একজনের নামে
দলিলে চুক্তিতে যুক্তিতে,
ভাবনার এক...
Comment২০ টি মন্তব্য | ১৪৯ বার প্রদর্শিত | বিস্তারিত

লেখার সুত্রপাতলিখেছেন ১০ এপ্রিল ২০১৪, ১৯:২০ | বিবিধ

ইংরেজী M অক্ষর কে উল্টিয়ে দিলে W হয়, M অক্ষর দিয়ে Money শব্দ লিখা যায় আর Money দিয়ে টাকা বুঝায় যা দিয়ে অর্থ- সম্পত্তির মালিক হওয়া যায়। W অক্ষর দিয়ে Writer শব্দ লিখা যায় আর Writer অর্থ য়িনি লিখেন, তিনি লেখক বা কবি। কখনও কখনও আমার মনে হয় অর্থ- সম্পত্তির উল্টা হচ্ছে লেখালেখি বা লেখালেখি...
Comment৫৪ টি মন্তব্য | ৩০৪ বার প্রদর্শিত | বিস্তারিত

চলার পথে পথে নানান কথা – ৫লিখেছেন ০৮ এপ্রিল ২০১৪, ২০:৪৪ | বিবিধ

চলার পথের একজন ব্লগের লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি " দিনের প্রথম আলো দেখে সারা দিনের আলো বুঝা অনেক কঠিন " তখন উদ্ধৃত বাক্যটি একটি অর্থহীন বাক্য মনে হয়।

অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে " দিনের প্রথম আলো দেখে সারা দিনের আলো বুঝা অনেক...
Comment৩৬ টি মন্তব্য | ২২০ বার প্রদর্শিত | বিস্তারিত

চৈত্রের মত তুমিলিখেছেন ০৬ এপ্রিল ২০১৪, ২১:৩৬ | কবিতা

চৈত্র মাসের এই শেষ দিনগুলিতে
হঠাৎ মেঘ, হঠাৎ দমকা বাতাস,
বৃষ্টি কিম্বা বজ্রপাত।

এমনি কোন ঘন কালো রাতে
বজ্রপাতের হঠাৎ আলোতে
তোমাকে বুঝি দেখেছি এক ঝলক।

কাল কি হবে দেখা, শেষ চৈত্রে !
দিনের কিম্বা বজ্রপাতের আলোতে !!
এই...
Comment৩০ টি মন্তব্য | ১৬৯ বার প্রদর্শিত | বিস্তারিত

দুর যে বহু দুরেলিখেছেন ০৫ এপ্রিল ২০১৪, ২২:১৪ | কবিতা

যত দুরে তুমি গেছো
তার চেয়ে অধিক দুরে
সে দুর কত দুর !!
আমারই তা শুধু জানা।

পথ চেয়ে থাকি না
আশার ছবি আঁকি না
জগতের নানা কিছু নিয়মে
সবই আছে অজানা।

তবুও পথ যদি ছোট হয়
এ পাড়া ও পাড়া
পুরানো দিনের মত
সব কিছু এক নীড়ে।

হয় তো হবে না ফেরা
হয় তো হবে না দেখা
দুর যে -- , থেকে...
Comment৩৩ টি মন্তব্য | ১৯৮ বার প্রদর্শিত | বিস্তারিত

কখন মিলিয়ে যাবলিখেছেন ০৩ এপ্রিল ২০১৪, ২১:৪৮ | কবিতা

মাঝে মাঝে ভাবি
ফুল হয়ে, পাপড়ী হয়ে
কখন মিলিয়ে যাব।

ঐ আকাশে, ঐ বাতাসে-
নদীর স্রোতে,
বনের পাতার সাথে সাথে,
কখন মিলিয়ে যাব।

এখানে কিছু কাল
চলাচলে-
যাতনা আছে, বেদনা আছে।
আছে সুখ-মিশ্রিত দুখ।

এখানে কভু যদি
সুখের পথে চেয়ে থাকি-
কিম্বা চাঁদের আলোর মত নরম জীবনে,
নানাান মায়ায়...
Comment২৭ টি মন্তব্য | ১৯১ বার প্রদর্শিত | বিস্তারিত

ঋতু বৈচিত্রময়তালিখেছেন ০২ এপ্রিল ২০১৪, ১৭:২৬ | বিবিধ

এখন চৈত্রের একটা কড়া রৌদ্রময় সময় কাল অতিক্রম হচ্ছে, দিনে একটানা রোদ, ঝাঁ ঝাঁ রোদ, বৃষ্টির কোন ছিটা ফোঁটা নেই, আভাসও নেই। দুপুরে মনে হয় অঝড়ে বৃষ্টি ধারার বদলে ঝকঝকে রোদ ঝড়ে পড়ছে যেন নিজের মাথায় দেহে। আজ থেকে প্রায় ৯০ দিন বা...
Comment৩৭ টি মন্তব্য | ২০২ বার প্রদর্শিত | বিস্তারিত

বাংলা তারিখের ব্যবহার। লিখেছেন ০১ এপ্রিল ২০১৪, ১৮:২৬ | বিবিধ

এখন মধ্য চৈত্র আর প্রায় দুই সপ্তাহ পরে বাংলা নব বর্ষের সূচনা যা শুরু হবে পহেলা বৈশাখের মধ্য দিয়ে।

এগিয়ে যাওয়ার এই দেশে প্রতি বছরই পহেলা বৈশাখ আসছে নূতন ধারায় ও কাঠামোর মধ্য দিয়ে, আজ থেকে ৪৫ বছর আগে এ দেশে ( তৎকালিন পূর্ব...
Comment২৬ টি মন্তব্য | ২০০ বার প্রদর্শিত | বিস্তারিত

চলার পথে পথে নানান কথা - ৪লিখেছেন ৩১ মার্চ ২০১৪, ১৪:৪৫ | বিবিধ

চলার পথের একজন অ-লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি " বড় বস্তু দূর থেকে ছোট দেখা যায়, আর ছোট বস্তু দূর থেকে বড় দেখা হয় " তখন উদ্ধৃত বাক্যটি হয় একটি অর্থহীন বাক্য।

অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে " বড় বস্তু দূর থেকে ছোট দেখা যায়, আর ছোট বস্তু...
Comment২৬ টি মন্তব্য | ১৮৬ বার প্রদর্শিত | বিস্তারিত

আমার নিমন্ত্রনলিখেছেন ২৯ মার্চ ২০১৪, ২০:৫৮ | কবিতা

যেমন করে দূরে চলে গেলে
তেমন করে করে আর ফিরে এলে না।
তবুও তোমারে দেখি
নিত্ত আমারই চোখে,
চোখের গভিরে-
কখনও চোখের বাহিরে।

ফাগুন চলে গেল
চৈত্র এসেছে,
বৈশাখ আসি আসি প্রায়।

হয়তো এবার বৈশাখী মেলায়
দেখা হবে বা বৈশাখী ঝড়ের ক্ষণে,

অদ্ভুত এক অভিসারে।

দিলাম তোমায় নিমন্ত্রন
বৈশাখী...
Comment৩৫ টি মন্তব্য | ২২৭ বার প্রদর্শিত | বিস্তারিত

একা একা বসে থাকালিখেছেন ২৭ মার্চ ২০১৪, ১২:১৮ | কবিতা

রবী ঠাকুরের সোনার তরী কবিতার লাইনের মত
" কূলে একা বসে আছি । "

প্রায় বসে থাকা একা একা।
কিছু পুরাতন কথা, কিছু পুরাতন স্মৃতি
পাশে থাকে বসা যেমন প্রেমিকের পাশে বসে থাকে প্রেমিকা।
পুরাতন কথার ভীড়ে, কিছু পুরাতন স্মৃতির ভীড়ে-
কী এমন লাভ বা ক্ষতি থাকে !!
যে লাভ বা ক্ষতির কথা...
Comment২৩ টি মন্তব্য | ১৫৭ বার প্রদর্শিত | বিস্তারিত

প্রথম আলো ব্লগে ৩য় বর্ষে পদার্পনলিখেছেন ২৪ মার্চ ২০১৪, ১৩:৫৫ | ব্লগ

দুই তিন পরে চৈত্র মাসের কোন এক তারিখে প্রথম আলো ব্লগে আমার অবস্থান দুই বছর পূর্ণ হবে আর সেই সাথে ৩য় বর্ষে পদার্পন।

প্রথম আলো ব্লগে আমার বিচরণকে সব সময়ই মনে হয়েছে যেন জীবনের অনেকগুলি বছর ঘুমিয়ে থেকে হঠাৎ করে যেন একটি আলোকিত ভুবন প্রবেশ।

ব্লগে অবস্থান দিনের হিসাবে প্রায় ৭৩০ দিন বা দুই বছর...
Comment৩৪ টি মন্তব্য | ২৬৫ বার প্রদর্শিত | বিস্তারিত

মানুষ হতে পারতামলিখেছেন ২১ মার্চ ২০১৪, ১৮:১৫ | কবিতা

মেঘ ভাসে আকাশে, দিঘীতে হাঁস,
মনে ভাসে যাতনা, কখনও ভাসে সুখ।

পথিক আমি, পথে হাঁটি----
কোথায় যাতনা থাকে ! কোথায় থাকে সুখ !
ভাবিনি কখনও, হেঁটেছি শুধু পৃথিবীর পরে।

হেঁটে চলেছি হয় তো পাথরের গড়া মানব হয়ে ----
দিনে দিনে, মাসে, বছর ধরে বা যুগান্তর !!

যাতনা মেঘ হয়ে কখনও যদি মনে ভাসে,
সুখ...
Comment২৪ টি মন্তব্য | ২২৬ বার প্রদর্শিত | বিস্তারিত
Rabbani লেখক :রব্বানী চৌধুরী
একটি আকাশে পৌঁছানোর ইচ্ছা ছিল। লেখালেখির আকাশে। এ ইচ্ছা ছিল বহু কাল আগে থেকে।

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment